ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নারী কেলেঙ্কারি ॥ দারোগা ক্লোজড

প্রকাশিত: ০৫:৫৪, ২০ এপ্রিল ২০১৭

নারী কেলেঙ্কারি ॥ দারোগা ক্লোজড

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ নারী কেলেঙ্কারির অভিযোগে সদর উপজেলার বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জাফর আহমেদকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। বুধবার দুপুরে তাকে ক্লোজ করা হয়। তবে, ক্লোজড পুলিশ কর্মকর্তা দাবি করেন, তিনি ষড়যন্ত্রের শিকার। সদর উপজেলার বানিয়ারগাতীর লোকজন জানিয়েছে, ওই গ্রামের আবুল হোসেনের স্ত্রী ঘুনি এলাকার ফিড মিলের শ্রমিক। তার স্বামী অসুস্থ। সে কারণে তিনি স্বামীর বাড়িতে সচরাচর থাকেন না। তার বাবার সিঙ্গিয়ার বাড়ি থেকে মিলে যাতায়াত করেন। ওই যাতায়াতের পথে পরিচয় হয় এসআই জাফর আহমেদের সঙ্গে। কয়েক মাস ধরে এসআই জাফর নিয়মিত ওই নারীর বাবার বাড়িতে যাতায়াত করে আসছেন। তাদের মধ্যে অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। গত মঙ্গলবার রাতে ওই নারী তার শ্বশুরবাড়িতে থাকার সিদ্ধান্ত নেন। রাত ১২টার দিকে ওই বাড়ির একটি ঘরে এসআই জাফর যান। এলাকার লোকজন বুঝতে পেরে ওই ঘরে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেয়। সে সময় উপয়ান্তুর না দেখে তিনি পেছনের দরজা দিয়ে বের হওয়ার চেষ্টা করলে এলাকার লোকজন তাকে আটক করে পিটুনি দেয়। পরে পুলিশ তাকে থানায় নিয়ে আসে। বুধবার বেলা ১২টার দিকে জাফরকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়। এসআই জাফর আহমেদ তাকে ক্লোজড করার খবর নিশ্চিত করেন। কী কারণে ক্লোজডÑ প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার। এর চেয়ে বেশি কিছু আমার মুখ থেকে বের হচ্ছে না। তানোরে যুবক নিখোঁজ ॥ পরিবারে শঙ্কা স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ কর্মস্থল নারায়ণগঞ্জ থেকে গ্রামের বাড়িতে ফিরে স্ত্রী ও শিশুকন্যা রেখে নিখোঁজ হয়েছে তানোর উপজেলার মু-ুমালা এলাকার এক যুবক। সেতাবুর রহমান (৩২) নামের এ যুবক ১৩ দিন ধরে নিখোঁজ রয়েছে। গত ৭ এপ্রিল নিখোঁজের পর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোন সন্ধান পাননি। ফলে এদিকে টানা ১৩ দিন ধরে তার কোন সন্ধান না পেয়ে স্ত্রী, তিন বছরের কন্যা ও বাবা-মা চরম শঙ্কার মধ্যে রয়েছেন। নিখোঁজ সেতাবুরের বাবা তানোরের মু-ুমালা এলাকার নূর মোহাম্মদ জানান, তার ছেলে ২০০৭ সালে নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানায় চাকরি শুরু করে। সেখানেই কয়েক বছর আগে তানবিন আরা সুইটি নামের একজনকে বিয়ে করে বসবাস করছিল। তাদের এখন তিন বছরের কন্যাও রয়েছে। সবসময় পরিবারের সঙ্গে যোগাযোগ ছিল তার। নূর মোহাম্মদ জানান, একমাস আগে স্ত্রী ও কন্যাকে নিয়ে গ্রামের বাড়িতে বেড়াতে আসে। তবে গত ৭ এপ্রিল থেকে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। পাচারের সময় কিশোরী উদ্ধার স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ভারতে পাচারের সময় এলাকাবাসীর সহায়তায় বিজিবির সদস্যরা সিলেটের বিয়ানীবাজার এলাকার রুমানা আক্তার নামের কিশোরীকে উদ্ধার করেছে। এ সময় পাচারকারী দুই সদস্য পালিয়ে যায়। বুধবার ওই কিশোরীকে ডিমলা থানা পুলিশ বিয়ানীবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করে। জানা যায়, কিশোরী রুমানা আক্তার সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার খাড়াপাড়া গ্রামের আছদ্দর আলীর মেয়ে।
×