ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যশোরে গাছের নিচে পাঠদান

প্রকাশিত: ০৫:৫৪, ২০ এপ্রিল ২০১৭

যশোরে গাছের নিচে পাঠদান

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ ঝিকরগাছা উপজেলার হাজিরালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভবন না থাকায় গাছের নিচে চলছে পাঠদান। মাদুর বিছিয়ে দেয়ালে উপকরণ টানিয়ে চালানো হচ্ছে শিক্ষার কার্যক্রম। প্রচ- খরায় শিশুরা কষ্ট সহ্য করে পাঠ নিচ্ছে। অথচ বিদ্যালয়টি সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে। বিদ্যালয়টিতে ভবন ও প্রয়োজনীয় আসবাবপত্র না থাকায় আধুনিক কারিকুলামে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খন্দকার শাহাজাদী বানু জানান, ২০১৬ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৩১ জন অংশগ্রহণ করে শতভাগ পাসসহ ৬ শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি পায়। বর্তমানে বিদ্যালয়টিতে ২৫২ শিক্ষার্থীকে ৫ শিক্ষক পাঠদান করেন। ৯০ এর দশকে নির্মিত বিদ্যালয়টির একমাত্র জরাজীর্ণ ভবনে তিনটি শ্রেণীকক্ষ ও একটি ছোট অফিস কক্ষ রয়েছে। যেখানে গাদাগাদি ঠাসাঠাসি করে শিক্ষার্থীরা বসলেও যে কোন একটি শ্রেণীর পাঠদান চালাতে হয় গাছের নিচে। শাহাজাদী বানু আরো জানান, ভবন না থাকায় প্রাক-প্রাথমিকের শিক্ষক দিচ্ছে না সংশ্লিষ্ট অধিদফতর। এছাড়া বিদ্যালয়ের পাশ দিয়ে অন্যান্য যানবাহনের সঙ্গে ইটভাটার ট্রাক যাতায়াতের কারণে বিদ্যালয়ের সীমানা প্রাচীর অত্যাবশ্যক বলে তিনি জানান। এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান জানান, বিদ্যালয়ের নতুন ভবনের জন্য তালিকা সংশ্লিষ্ট দফতরে দেয়া হয়েছে। বিদ্যালয়টি পূর্বে বেসরকারী রেজিস্টার্ড থাকায় প্রাক প্রাথমিকের শিক্ষক দেয়ার নীতিমালা এখনও হয়নি। তবে নতুন ভবন পেলে প্রাক প্রাথমিকের শিক্ষক নিয়োগ পাবে। আইসিটি খাতে এডিবির প্রকল্প প্রস্তাব এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ খাতের উন্নয়নে ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের অর্থ সহায়তায় ২০১৯-২০ অর্থবছর থেকে একটি প্রকল্প শুরু করার ব্যাপারে প্রস্তাব দিয়েছে। প্রকল্পের মেয়াদ হবে পাঁচ থেকে সাত বছর। প্রকল্পটি তিন থেকে পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ইনফর্মেশন টেকনোলজি, হাইটেক এগ্রিকালচার, মেরিন সায়েন্স, বায়োমেডিক্যাল সায়েন্স এবং সংশ্লিষ্ট অন্য বিষয়সমূহে বাস্তবায়িত হবে। সম্প্রতি সুংসুপ রা, পরিচালক, হিউম্যান এ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ডিভিশন, সাউথ এশিয়া ডিপার্টমেন্ট, এডিবির নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নানের সঙ্গে মতবিনিময়কালে এ প্রস্তাবনাটি তুলে ধরে। ইউজিসি চেয়ারম্যান এডিবির প্রস্তাবনাকে অত্যন্ত ইতিবাচক হিসেবে উল্লেখ করে বলেন, প্রস্তাবিত প্রকল্পটি বাংলাদেশের সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সাহায্য করবে এবং বিশ্ববিদ্যালয়সমূহের সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। অনুষ্ঠানে ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড. মোঃ আখতার হোসেন এবং প্রফেসর ড. এম. শাহ্ নওয়াজ আলি উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
×