ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আগস্টেই বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

প্রকাশিত: ০৫:৫২, ২০ এপ্রিল ২০১৭

আগস্টেই বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

স্পোর্টস রিপোর্টার ॥ স্থগিত হয়ে যাওয়া বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ আগামী আগস্টে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। তিনি বলেন, ‘আমরা এখন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সঙ্গে কাজ করছি সিরিজের সময়সূচী ও অন্যান্য খুঁটিনাটি বিষয় চূড়ান্ত করার ব্যাপারে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী আগস্টেই অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের বাংলাদেশে দেখা যেতে পারে।’ উল্লেখ্য, নিরাপত্তা সংক্রান্ত অজুহাতে ২০১৫ সালে বাংলাদেশ সফর স্থগিত করে অস্ট্রেলিয়া। সেটি আয়োজনে এখন জোর চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এ বছরের আগস্ট-সেপ্টেম্বরেই দুই ম্যাচের সেই টেস্ট সিরিজটি হতে পরে বলে সিএ’র সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বিসিবি। অস্ট্রেলিয়া শেষবারের মতো বাংলাদেশে এসে টেস্ট সিরিজ খেলেছিল ২০০৬ সালে। তারপর দীর্ঘ নয় বছর পর ২০১৫ সালে আবার টেস্ট সিরিজ খেলার জন্য বাংলাদেশে আসার কথা ছিল। কিন্তু নিরাপত্তা সংক্রান্ত জটিলতা দেখিয়ে সিরিজটি স্থগিত করে সিএ। গত বছর ইংল্যান্ড দলের বাংলাদেশ সফর সফলভাবে শেষ হলে অসিদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি হয়। ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ এখন পর্যন্ত খেলেছে মাত্র চারটি টেস্ট। দুটি অস্ট্রেলিয়ায় ও দুটি বাংলাদেশে। ২০০৬ সালের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে কোন টেস্ট খেলার সুযোগ জোটেনি টাইগারদের। আতাহার আলীদের সঙ্গী ম্যাককুলাম-সাঙ্গাকারা স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ১ জুন থেকে ইংল্যান্ডে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে আইসিসির ধারাভাষ্য প্যানেলে যুক্ত হচ্ছেন চার নতুন মুখ। তারা হলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং, নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককুলাম, দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ এবং শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা। ১৮ দিনব্যাপী মর্যাদার এই লড়াইয়ে এবার সম্প্রচার পদ্ধতিতে আরও আধুনিকতার ছোঁয়া লাগাতে যাচ্ছে আইসিসি। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচেই ব্যবহার করা হবে ৩৪টি উন্নত মানের ক্যামেরা। একই সাথে আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথমবারের মতো ব্যবহার করা হবে প্লেয়ার-ট্র্যাকিং।
×