ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বিওএ’র নির্বাচিত কমিটির সভা

প্রকাশিত: ০৫:৫২, ২০ এপ্রিল ২০১৭

বিওএ’র নির্বাচিত কমিটির সভা

স্পোর্টস রিপোর্টার ॥ বুধবার বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের (বিওএ) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। পল্টন ময়দান সংলগ্ন বিওএ’র নিজস্ব ভবনে সভাটি অনুষ্ঠিত হয়। ৩৪ সদস্যের কার্যনির্বাহী কমিটির সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোঃ শফিউল হক। প্রথম সভার বিষয়বস্তুর মধ্যে মূল আলোচনা হয় যুব বাংলাদেশ গেমস নিয়ে। দ্বিতীয়বারের মতো বিওএ’র মহাসচিব নির্বাচিত হয়েই সৈয়দ শাহেদ রেজা ঘোষণা দিয়েছিলেন এ বছরই হবে প্রথম যুব বাংলাদেশ গেমস। সভায় যুব গেমস আয়োজনের প্রস্তুতি সম্পর্কে সিদ্ধান্ত নেয়া হয়। আগামী জুলাই থেকে পরবর্তী এসএ গেমস আয়োজন উপলক্ষে ১৩টি স্ট্যান্ডিং কমিটি গঠন করা হবে। তবে বিওএ’র আজকের সভায় খেলার চেয়ে বেশি গুরুত্ব পায় বিওএতে নতুন কাউন্সিলর অন্তর্ভুক্তির বিষয়টি। যুব বাংলাদেশ গেমসের আগেই আলোচনায় ওঠে ফেন্সিং এ্যাসোসিয়েশন, রাগবি ফেডারেশন (ইউনিয়ন) এবং কারাতে ফেডারেশনের প্রতিনিধিদের বিওএ’র কাউন্সিলর হিসেবে অন্তর্ভুক্তির বিষয়টিও। এদের মধ্যে রাগবি ফেডারেশনকে এফিলিয়েটেডের মর্যাদা দেয়া হয়। এছাড়াও সভায় বিওএ’র আর্থিক নীতিমালা যুগোপযোগী করার বিষয় নিয়ে আলোচনা ও কমিটি গঠন, বাংলাদেশ সাঁতার ফেডারেশনে কর্মরত দক্ষিণ কোরিয়ান কোচ পার্ক তেগুনের চুক্তির মেয়াদ বৃদ্ধি ও তার বেতন প্রদানের বিষয়, কার্যক্রম পরিচালনা নিয়ে বিভিন্ন সাব-কমিটি গঠন, ২০১৭-১৮ অর্থ বছরে বিভিন্ন খেলা আয়োজনে কি পরিমাণ অর্থ প্রয়োজন হতে পারে তার বাজেট জাতীয় ক্রীড়া পরিষদে প্রদান নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি স্পোর্টস রিপোর্টার ॥ স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতার ৮টি জোনের চ্যাম্পিয়ন দলের বুধবারের খেলায় দিনাজপুর জেলা ৪৪-৩৩ পয়েন্টে বরিশাল জেলাকে, মাগুরা জেলা ৫৩-৪৬ পয়েন্টে চট্টগ্রাম জেলাকে, খুলনা জেলা ৩৯-২৬ পয়েন্টে রাজশাহী জেলাকে এবং মৌলভীবাজার জেলা ৪৪-৩৪ পয়েন্টে ময়মনসিংহ জেলাকে হারায়। আগামী ২৩ এপ্রিল থেকে মিরপুর হোসেন শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে স্বাধীনতা কাপ কাবাডির চূড়ান্ত পর্ব শুরু হওয়া উপলক্ষে বৃহস্পতিবার বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের অডিটরিয়ামে প্রতিযোগিতার লোগো উম্মোচন ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের পরিচিতি উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ্যাথলেটিক্সে স্ব-বিরোধী সিদ্ধান্ত স্পোর্টস রিপোর্টার ॥ যে নিয়মের দোহাই দিয়ে ইসলামী সলিডারিটি গেমসের চতুর্থ আসরে রাখা হয়নি দেশসেরা স্প্রিন্টার মেজবাহ উদ্দিনকে, সেই নিয়ম ভঙ্গ করেই আবার বাদ দেয়া হয়েছে আরেক দেশসেরা নারী স্প্রিন্টার শিরিন আক্তারকে। এমনই স্ব-বিরোধী সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশন। এক দেশ, এক ইভেন্টে, কিন্তু যেন দুই নিয়ম। ২২তম এশিয়ান এ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের জন্য ট্রায়াল অনুষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। অথচ ট্রায়ালের আগেই চূড়ান্ত তালিকায় দু’জন, মেজবাহ উদ্দিন ও আব্দুর রউফ। এখন থেকে প্রতিটি আন্তর্জাতিক আসরে অংশগ্রহণের জন্য খেলোয়াড়দের পার করতে হবে ট্রায়াল বাধা। এমনটাই জানা গেছে ফেডারেশন সূত্রে। কিন্তু এ নিয়মের ব্যত্যয় ঘটেছে। কারণ আগামী ১২ মে থেকে শুরু হতে যাওয়া ইসলামী সলিডারিটি গেমসে ট্রায়ালের দোহাই দিয়ে মেজবাহকে বাদ দেয়া হলেও নিয়ম মানা হয়নি শিরিন আক্তারের ক্ষেত্রে। তার জায়গায় খেলতে যাওয়া আমেরিকান প্রবাসী আলিডা শিকদারের সম্পর্কে তেমন কিছুই জানে না ফেডারেশন। সিনিয়র ডিভিশন ফুটবল স্পোর্টস রিপোর্টার ॥ সিনিয়র ডিভিশন ফুটবল লীগে জয় পেয়েছে ওয়ারী ক্লাব। বুধবার কমলাপুর স্টেডিয়ামে তারা ২-১ গোলে হারায় ফ্রেন্ডস সোশ্যাল ওয়েলফেয়ারকে। জয়ী দলের বাবু ও আকাশ এবং বিজিত দলের হৃদয় ১টি করে গোল করেন। নিজেদের পঞ্চম ম্যাচে এটা ওয়ারীর দ্বিতীয় জয়। ৭ পয়েন্ট নিয়ে তারা আছে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে। সমান ম্যাচে এটা ফ্রেন্ডস ক্লাবের দ্বিতীয় হার। ৩ পয়েন্ট নিয়ে তারা আছে একাদশ স্থানে। অপর ম্যাচে ঢাকা ইউনাইটেড স্পোর্টিং ক্লাব ১-০ গোলে হারায় বাড্ডা জাগরণী সংসদকে।
×