ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কোর্টে ফিরেই জয় জোকোভিচের

প্রকাশিত: ০৫:৫২, ২০ এপ্রিল ২০১৭

কোর্টে ফিরেই জয় জোকোভিচের

স্পোর্টস রিপোর্টার ॥ গত মৌসুমে নোভাক জোকোভিচ ছিলেন নিজেরই ছায়া। চোঁট আর ফর্মহীনতার কারণে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। চলতি মৌসুমেও যেন নিষ্প্র্রভ সার্বিয়ার এই টেনিস তারকা। বছরের প্রথম চার মাসের পরিসংখ্যান অন্তত সেই কথাই বলছে। কেননা এ মৌসুমে যে কাতার ওপেন ছাড়া আর কোন টুর্নামেন্টেই চ্যাম্পিয়ন হতে পারেননি তিনি। তবে কনুই ইনজুরি থেকে মুক্তি পেয়ে কোর্টে ফিরেই জয়ের স্বাদ পেলেন সার্বিয়ার এই টেনিস তারকা। মঙ্গলবার মন্টে কার্লো মাস্টার্স টুর্নামেন্ট দিয়ে কোর্টে ফিরেন নোভাক জোকোভিচ। আর মৌসুমের প্রথম ক্লে কোর্টের ম্যাচেই বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকা জোকোভিচ ৬-৩, ৩-৬ এবং ৭-৫ সেটে হারান ফ্রান্সের গিলেস সিমনকে। তবে জয়টা কিন্তু সহজে আসেনি তার। তিন সেটের রোমাঞ্চকর লড়াই চলেছে দীর্ঘ আড়াই ঘণ্টা। অথচ টেনিস র‌্যাঙ্কিংয়ের ৩২তম স্থানে অবস্থান গিলেস সিমনের। গত ফেব্রুয়ারির পর আর কোন ম্যাচই জিতেননি তিনি। তবে নোভাক জোকোভিচের বিপক্ষে দ্বিতীয় সেট জিতে রীতিমতো চমকে দিয়েছিলেন। তৃতীয় সেটেও লড়াই করার ইঙ্গিত দেন তিনি। যদিওবা শেষ পর্যন্ত সার্বিয়ান তারকার বিপক্ষে পেরে উঠতে পারেননি ফরাসী তারকা। বরং তৃতীয় সেট জিতে টুর্নামেন্টের শেষ ষোলোতে জায়গা করে নেন নোভাক জোকোভিচ।
×