ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রিমিয়ার ক্রিকেট লীগের তৃতীয় রাউন্ড শুরু আজ

প্রকাশিত: ০৫:৪৯, ২০ এপ্রিল ২০১৭

প্রিমিয়ার ক্রিকেট লীগের তৃতীয় রাউন্ড শুরু আজ

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের তৃতীয় রাউন্ড শুরু হচ্ছে আজ। এদিন ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আবাহনী লিমিটেড-ব্রাদার্স ইউনিয়ন মুখোমুখি হবে। বিকেএসপির তিন নম্বর মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্স ও লিজেন্ডস অব রূপগঞ্জ এবং বিকেএসপির চার নম্বর মাঠে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ও শেখ জামাল ধানম-ি ক্লাব লড়াই করবে। শুক্রবার ফতুল্লায় মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, বিকেএসপি তিন নম্বর মাঠে কলাবাগান ক্রীড়া চক্র ও ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব এবং বিকেএসপি চার নম্বর মাঠে খেলাঘর সমাজকল্যাণ সমিতি ও পারটেক্স স্পোর্টিং ক্লাব পরস্পরের বিপক্ষে খেলবে। আজকের তিন ম্যাচের মধ্যে গাজী গ্রুপ ও রূপগঞ্জের ম্যাচটির দিকেই সবার দৃষ্টি থাকবে। দুই শক্তিশালী দলের বিপক্ষে যে লড়াই হবে। তাছাড়া গাজী গ্রুপ এখন পয়েন্ট তালিকার শীর্ষস্থানেও আছে। গাজী গ্রুপ হারলে রূপগঞ্জ শীর্ষে উঠে যেতে পারে। এ মুহূর্তে পয়েন্ট তালিকায় গাজী গ্রুপের (৪ পয়েন্ট) সমান থাকার পরও রানরেটে পিছিয়ে রূপগঞ্জ। তবে জিতলে তখন গাজী গ্রুপের চেয়ে পয়েন্টে বেশি থেকে শীর্ষে ওঠার সুযোগ থাকছে। আবাহনী যদি ব্রাদার্সকে হারিয়ে দেয়, তাহলে আবার আবাহনীই রানরেটে এগিয়ে থেকে শীর্ষে থাকবে। কিন্তু গাজী গ্রুপ জিতে গেলে শীর্ষস্থান অক্ষুণœœ রাখবে তারা। এ মুহূর্তে টানা দুই জয় নিয়ে চার পয়েন্ট করে পেয়েছে গাজী গ্রুপ, আবাহনী, লিজেন্ডস অব রূপগঞ্জ, দোলেশ্বর ও প্রাইম ব্যাংক। এক জয়ে দুই পয়েন্ট করে পেয়েছে মোহামেডান ও শেখ জামাল। ব্রাদার্স, কলাবাগান, খেলাঘর, ভিক্টোরিয়া ও পারটেক্স কোন জয় পায়নি। সবাই দুটি করে ম্যাচ খেলেছে। যে অবস্থা দেখা যাচ্ছে, তাতে খেলাঘর ও পারটেক্সের বড় দলগুলোর বিপক্ষে জয় পাওয়া কঠিন। সেক্ষেত্রে খেলাঘর ও পারটেক্সের ম্যাচে এবং এ দুই দলের বিপক্ষে ভিক্টোরিয়ার ম্যাচে যে দলগুলো বেশি জিতবে, তারা রেলিগেশন লীগ খেলা থেকে বিরত থাকতে পারবে। লীগের মাত্র দুই রাউন্ড হয়েছে। এখনই কোন কিছু বোঝা যাওয়ার কথা নয়। আজ তৃতীয় রাউন্ড শুরু হবে। এরপর হবে চতুর্থ রাউন্ড। চতুর্থ রাউন্ড শেষেই লীগে দলগুলোর অবস্থানের উন্নতি-অবনতি চোখে পড়বে। চতুর্থ রাউন্ড খেলার পর যে আর জাতীয় দলের ক্রিকেটাররা লীগে খেলবেন না। জাতীয় দলের ক্রিকেটাররা ইংল্যান্ডের সাসেক্সে প্রস্তুতি ক্যাম্পে চলে যাবেন। সেখান থেকে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাবেন। আয়ারল্যান্ড থেকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ইংল্যান্ডে যাবেন ক্রিকেটাররা। তাই চতুর্থ রাউন্ডের পর আর লীগে খেলতে পারবেন না। এই সময়ের মধ্যে এখন জাতীয় দলের ক্রিকেটাররা দলগুলোকে যতদূর এগিয়ে নিয়ে যেতে পারেন। সাসেক্সে প্রস্তুতি ক্যাম্প, আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ এবং ইংল্যান্ডে জুনে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণায় কোন নতুন চমক থাকছে না। পুরনোদেরই ওপর ভরসা করছেন নির্বাচকরা। তাই বাড়তি ক্রিকেটার নিয়ে দলও ঘোষণার সম্ভাবনা নেই। ১৫ সদস্যের দলই ঘোষণা করা হবে বলে জানা গেছে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুও জানিয়েছেন, ‘এপ্রিলের ২৫ তারিখের মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির দল জমা দিতে হবে। তাছাড়া ওই টুর্নামেন্টের আগে আমরা ত্রিদেশীয় সিরিজ খেলব। সে কারণেই দুটি সফরকে কেন্দ্র করে একবারে দল দিয়েছি। বর্তমান দল অনেক ভাল করছে, নতুন কোন চমক তাই থাকছে না।’ বাড়তি ক্রিকেটার দলের সঙ্গে ক্যাম্পে যাবেন। এমনই জানা গিয়েছিল। কিন্তু তা আর হচ্ছে না। কেন এমনটি করা হচ্ছে? নান্নুর ভাষায়, ক্যাম্পে থাকার চেয়ে লীগে খেলা অনেক ভাল। তাই এমনটি করা হয়েছে। নান্নু জানিয়েছেন, ‘দলের সঙ্গে নতুন ক্রিকেটার জুড়ে দেয়ার চেয়ে তাদের লীগে খেলানো বেশি লাভজনক। সে কারণেই আমরা আপাতত শুধু ১৫ সদস্যর দল নির্বাচন করেছি।’ ১৫ সদস্যের দল ঘোষণা করা মানে বাড়তি কোন ক্রিকেটার দলে থাকছেন না। তারা খেলবেন লীগে। সেক্ষেত্রে দলের বাইরে থাকা জাতীয় দলের ক্রিকেটাররা যে দলে থাকবেন, সেই দলই পরে বাজিমাত করতে পারে।
×