ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সি আর সেভেনের গোলের সেঞ্চুরি

প্রকাশিত: ০৫:৪৯, ২০ এপ্রিল ২০১৭

সি আর সেভেনের গোলের সেঞ্চুরি

স্পোর্টস রিপোর্টার ॥ কি দুর্দান্ত ভঙ্গিতেই সমালোচকদের জবাব দিয়ে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। চলতি মৌসুমে ঠিক চেনা যাচ্ছিল না তাকে। কিন্তু ফিফা সেরা তারকা ইউরোপ সেরার মঞ্চেই দিলেন দাঁতভাঙ্গা জবাব। চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বেয়ার্নের মাঠে রিয়ালের ২-১ গোলের জয়ে করেন জোড়া গোল। তাতে ইউরোপীয় ক্লাব ফুটবলে প্রথম খেলোয়াড় হিসেবে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করেছিলেন। মঙ্গলবার রাতে সান্টিয়াগো বার্নাব্যুতে শেষ আটের দ্বিতীয় লেগের ম্যাচেও বেয়ার্নের বিরুদ্ধে জ্বলে ওঠেন সি আর সেভেন। করেন চোখ ধাঁধানো হ্যাটট্রিক। এতে করে রিয়ালও পৌঁছে গেছে সেমিফাইনালে। আর ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন্স লীগে ১০০ গোল করার রেকর্ড গড়েছেন রোনাল্ডো। অর্থাৎ দুই সপ্তাহে দুইদিক দিয়ে গোলের সেঞ্চুরি করলেন ৩২ বছর বয়সী পর্তুগীজ অধিনায়ক। চ্যাম্পিয়ন্স লীগে শততম গোল করতে রোনাল্ডোকে খেলতে হয়েছে ১৩৭ ম্যাচ। ৯৪ গোল নিয়ে রোনাল্ডোর ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন লিওনেল মেসি। ১১৪ ম্যাচে গোলগুলো করেছেন বার্সিলোনা তারকা। ম্যাচ শেষে রোনাল্ডো বলেন, বেয়ার্নের মতো দলের বিরুদ্ধে ৬ গোল করা মোটেই সহজ কিছু নয়। এ কারণে বলতে হয় এই জয়টা আমরা অর্জন করেছি। রিয়াল মাদ্রিদ রিয়াল মাদ্রিদই। আমরা বিপদ থেকে নিজেদের ফিরিয়ে আনতে অভ্যস্ত হয়ে গেছি। আরেকবার সেমিফাইনালের টিকেট পেয়ে আমরা সত্যিই আনন্দিত। ম্যাচ জেতানো পারফর্মেন্সের পর রোনাল্ডো সমর্থকদের কাছে আরও সমর্থন চেয়েছেন। তার চাওয়া, সমর্থকরা যেন আর দুয়ো না দেয় তাকে। ম্যাচের ৭৬ মিনিটে রোনাল্ডো প্রথম গোল করেন। গোলের উদযাপন করতে গিয়ে রোনাল্ডো প্রথমে ঠোঁটে আঙ্গুল দেন। তারপর জার্সির রিয়ালের লোগোটা ছুঁইয়ে বুঝিয়ে দেন, এই ক্লাবের জন্যই খেলছেন। ম্যাচের পর এই উদযাপন নিয়ে সি আর সেভেন বলেন, আমার শুধু একটাই চাওয়া, তারা যেন আমাকে দুয়ো না দেয়। আমি সবসময় সেরাটা দিই। আমি কষ্ট করি এবং রিয়াল মাদ্রিদকে সাহায্য করি। তবে আমি তাদের চুপ থাকতে বলিনি কখনই সেটা বলব না। তৃপ্ত রোনাল্ডো বলেন, আমি এ ম্যাচ থেকে ইতিবাচক দিকগুলোই নিচ্ছি। দল ভাল করেছে, আমরা ভাল খেলেছি, আর গোলগুলো নিয়ে অবশ্যই খুশি আমি। দারুণ পারফর্মেন্সের পর প্রশংসায় ভাসছেন রোনাল্ডো। বিশেষ করে রিয়াল কোচ জিনেদিন জিদান যেন ভাষা খুঁজে পাচ্ছেন না। প্রিয় তারকাকে তুলনাহীন, অদ্বিতীয়, অনন্য, অসাধারন বলছেন ফরাসী গ্রেট। এক কথায় ইউনিক। শিষ্যের স্বীকৃতি দিতে গিয়ে এমনই বলেছেন রিয়াল বস। জিদান বলেন, রোনাল্ডো জবাবটা মাঠেই দেয় এবং সবসময় সেটা গুরুত্বপূর্ণ মুহূর্তে। প্রথমার্ধে গ্যালারি থেকে কিছু দর্শক রোনাল্ডোকে বিদ্রƒপ করে। এই প্রসঙ্গ টেনে রিয়াল বস বলেন, দর্শকরা তাকে নিয়ে আর বিদ্রƒপ করবে না। যদিও এটা বার্নাব্যু, এখানে ক্ষণে ক্ষণে ঘটনা ঘটে। তার কর্মের জন্য সমর্থকরা তাকে ধন্যবাদও জানাবে। বেয়ার্ন ম্যাচ সম্পর্কে জিদান বলেন, যতগুলো ম্যাচ খেলেছি এই ম্যাচটিই ছিল সবচেয়ে কঠিন। খেলোয়াড়দের নিয়ে আমি গর্বিত, কারণ তারা মাথা ঠা-া রেখে ম্যাচটা নিয়ন্ত্রণ করেছে। রেফারির সিদ্ধান্ত-বিতর্কের পরও দলের সাফল্যকে তুলে ধরতে কূটনৈতিক রাস্তায় হেঁটেছেন জিদান। বলেন, রেফারির কাজটা খুবই কঠিন। কার্ড (ভিদালের লালকার্ড) বা অফসাইড গোল প্রসঙ্গ বাদ দিলেও আমি মনে করি জয়টা আমাদের প্রাপ্য। কারণ আমরা ৬টা গোল করেছি।
×