ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অনলাইন রিক্রুটমেন্ট সিস্টেম চালুর লক্ষ্যে বিমানে চুক্তি

প্রকাশিত: ০৫:৪৭, ২০ এপ্রিল ২০১৭

অনলাইন রিক্রুটমেন্ট সিস্টেম চালুর লক্ষ্যে বিমানে চুক্তি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিস অটোমেশনের আওতায় অনলাইন রিক্রুটমেন্ট সিস্টেম সংক্রান্ত সফ্টওয়্যার চালু করার লক্ষ্যে বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও জার্মানভিত্তিক বহুজাতিক বিশেষায়িত সফ্টওয়্যার প্রতিষ্ঠান ‘এভারজবস’-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়। বিমান প্রধান কার্যালয় কুর্মিটোলায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষে পরিচালক প্রশাসন মমিনুল ইসলাম ও এভারজবস্রে কান্ট্রি ম্যানেজার দেবেন্দ্র সিং স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিমানের মহাব্যবস্থাপক জনসংযোগ শাকিল মেরাজ, মহাব্যবস্থাপক প্রশাসন বোসরা ইসলাম ও উপমহাব্যবস্থাপক মানবসম্পদ শফিউল বারী। -বিজ্ঞপ্তি রমজানে নিরাপদ খাদ্য নিশ্চিতে কর্তৃপক্ষের উদ্যোগ দেশের আপামর জনসাধারণের নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকল্পে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নিয়মিতভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। আসন্ন রমজান উপলক্ষে জনগণের স্বাস্থ্যসম্মত খাদ্য প্রাপ্তি নিশ্চিতকল্পে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কতিপয় বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে ঢাকা মহানগরীতে সর্বসাধারণের নিরাপদ খাদ্য প্রাপ্তির লক্ষ্যে একটি প্রস্তুতিমূলক সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুল হকের সভাপতিত্বে ওই সবায় ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের মেয়রদের প্রতিনিধি, ঢাকা বিভাগীয় কমিশনারের প্রতিনিধি, ঢাকা জেলা প্রশাসকের প্রতিনিধি, পুলিশ কমিশনারের প্রতিনিধি, হোটেল ও রেস্তরাঁ মালিক সমিতির নেতৃবৃন্দ, ক্যাবের প্রতিনিধি, বিএসটিআই, কৃষি, মৎস্য, পশু সম্পদ ও সংশ্লিষ্ট অন্যান্য সরকারী- বেসরকারী সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
×