ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে বিদেশী কর্মী ঠেকাতে ট্রাম্পের নয়া নির্বাহী আদেশ

প্রকাশিত: ০৫:৪৪, ২০ এপ্রিল ২০১৭

যুক্তরাষ্ট্রে বিদেশী কর্মী ঠেকাতে ট্রাম্পের নয়া নির্বাহী আদেশ

যুক্তরাষ্ট্রের সব প্রতিষ্ঠানে বিদেশীদের বদলে সবার আগে মার্কিনীদেরই কাজ দেয়ার তাগিদ দিয়ে নতুন এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বিবিসির। নতুন নির্বাহী আদেশটি বাস্তবায়নে বিভিন্ন সংস্থাকে নির্দেশনা দেয়া হয়েছে। সরকারী বিভিন্ন প্রকল্পের কাজ পেতে বিদেশী ঠিকাদার বা কোম্পানি যেন অংশ নিতে না পারে তা কঠোরভাবে মেনে চলার নির্দেশ রয়েছে আদেশটিতে। নতুন আদেশের মূল প্রতিপাদ্য হলো, বাই আমেরিকান, হায়ার আমেরিকান। অর্থাৎ মার্কিন পণ্য কিনুন, মার্কিনীদের কাজে নিয়োগ করুন। ট্রাম্প তার নির্বাচনী প্রচারাভিযানে ‘আমেরিকার সবার ওপরে অগ্রাধিকার’ নীতির কথা বলেছিলেন, তা বাস্তবায়নেই এ পদক্ষেপ। এ আদেশের ফলে অভিবাসীদের কম মজুরিতে নিয়োগ দিয়ে মার্কিনীদের কাজের সুযোগ বন্ধ করার ঘটনা এখন থেকে কমবে বলে মনে করছেন ট্রাম্প। তিনি বলেছেন, মার্কিন অভিবাসন ব্যবস্থার সুযোগ নিয়ে অপেক্ষাকৃত কম মজুরিতে বিদেশী শ্রমিকদের কাজে নিয়োগ দেয়া হচ্ছে বলে মার্কিন শ্রমিকরা কাজের সুযোগ হারাচ্ছে। শান্তির ঠিকানা সেকেন্ড ওয়াইফ সাধারণত সেকেন্ড ওয়াইফ বলতে গোপনে দ্বিতীয় বিয়ে বা দ্বিতীয় কোন সম্পর্কে জড়ানোকে মনে করা হয়। তবে লন্ডনের ‘দ্য সেকেন্ড ওয়াইফ’ কোন সম্পর্ক নয় বরং একটি রেস্তরাঁর নাম। পরিবেশ ও খাদ্যের গুণমানের কারণে সেকেন্ড ওয়াইফ রেস্তরাঁয় এসে লোকজন শান্তি পান। এখানকার পিৎজা রীতিমতো বিখ্যাত। রেস্তরাঁয় এসে যদি কোন তরুণ তার প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন এবং প্রেমিকা সেই প্রস্তাবে রাজি হয় তাহলে খাবার সম্পূর্ণ বিনামূল্যে দেয়া হয়। -বিজনেস স্নাইডার শহরের নাম পরিবর্তন... অরুণাচল প্রদেশের ৬ জায়গার নাম পরিবর্তন করল চীন। চীনের বেসামরিক দফতরের পক্ষ থেকে ১৪ এপ্রিল থেকে এসব শহরের নাম চীনা, তিব্বতী ও রোমান হরফে লেখা হবে। ওয়াগইংলিং, মিলা রাই, কুইদ নাঙ্গারদো রাই, মেইনকোয়া, বি মো লা, নাম কা বুপ রি এই নাম দিয়েছে চীন। মানচিত্রে চীনের দেয়া নামগুলোই দেয়া থাকবে বলে জানিয়েছে বেজিং। -বিবিসি
×