ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে সেই ফেসবুক খুনীর আত্মহত্যা

প্রকাশিত: ০৫:৪৩, ২০ এপ্রিল ২০১৭

যুক্তরাষ্ট্রে সেই ফেসবুক খুনীর আত্মহত্যা

এক বৃদ্ধকে হত্যার পর সেই হত্যার ভিডিও ফেসবুকে পোস্ট করে আতঙ্ক ছড়ানো যুক্তরাষ্ট্রের আলোচিত ‘ফেসবুক খুনী’ আত্মহত্যা করেছে। মঙ্গলবার পুলিশের ধাওয়ার মধ্যে পড়ার কিছুক্ষণের মধ্যেই সে আত্মহননের পথ বেছে নেয় বলে জানায় আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। খবর ওয়েবসাইটের। যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ড শহরে রবিবার প্রকাশ্য দিবালোকে ৭৪ বছর বয়সী রবার্ট গডুইনকে গুলি করে হত্যার পর থেকে পলাতক ছিল স্টিভ স্টিফেন্স (৩৭)। সে মানসিক বিকারে ভুগছিল বলে পুলিশের ধারণা। ফেসবুকে পোস্ট করা আরেকটি ভিডিওতে স্টিফেন্স জানিয়েছিল, এ পর্যন্ত ১৩ জনকে খুন করেছে সে এবং আরও খুন করতে চায়। তার এ পোস্টের পর ওহাইও, ইন্ডিয়ানা, মিশিগান, নিউইয়র্ক ও পেনসিলভানিয়া যুক্তরাষ্ট্রের এ পাঁচটি অঙ্গরাজ্যে সতর্কতা জারি করা হয়। পাঁচ অঙ্গরাজ্যের পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজতে শুরু করে। ইয়েমেনে ভুল করে নিজেদের গুলিতে সৌদি কপ্টার ভূপাতিত ১২ সৈন্য নিহত ইয়েমেনে ভুলক্রমে নিজপক্ষের গুলিতে মঙ্গলবার সৌদি নেতৃত্বাধীন জোটের ব্লাক হক হেলিকপ্টার ভূপাতিত হয়েছে। এই ঘটনায় ১২ সৈন্য নিহত হয়েছে। ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার এ কথা জানায়। খবর এএফপির। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে এক বিবৃতিতে বলা হয়, ‘ভুলক্রমে হেলিকপ্টারটিকে ভূপাতিত করা হয়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভুলের কারণেই এমনটি হয়েছে।’ জোটের পক্ষ থেকে বলা হয়েছে, হেলিকপ্টারটিকে যখন ভূপাতিত করা হয় তখন এটি ইয়েমেনের মারিবে একটি অভিযানে ছিল। হেলিকপ্টারের ১২ কর্মকর্তাই সৌদি আরবের নাগরিক।
×