ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কার্টুন দেখে ১০ তলা থেকে লাফ

প্রকাশিত: ০৫:৩৬, ২০ এপ্রিল ২০১৭

কার্টুন দেখে ১০ তলা থেকে লাফ

কার্টুন যে শিশুদের চিন্তা-ভাবনায় সরাসরি প্রভাব ফেলে সম্প্রতি তার প্রমাণ মিলেছে চীনে। সেখানে সাত বছর বয়সী এক বালক কার্টুন দেখে ১০তলা থেকে লাফ দেয়ার ঘটনা ঘটিয়েছে। তবে ভাগ্য ভাল, তার হাতে ছিল একটি ছাতা। আর সে কারণেই প্রাণে বেঁচে গেছে ছেলেটি। খবরে বলা হয়েছে, ওই বালক কার্টুন দেখে উৎসাহিত হয়ে নিজ বাড়ির ১০তলার জানালা দিয়ে লাফিয়ে পড়ে। আর প্যারাসুট হিসেবে ব্যবহার করে একটি ছাতা। কিন্তু এটি তাকে কোন রোমাঞ্চকর অভিজ্ঞতা দেয়নি বরং রাস্তার একটি বিদ্যুতের খুঁটিতে আঘাত লেগে সে আহত হয়। খুঁটিটিও আংশিক ভেঙ্গে যায়। পরে দ্রুত ছেলেটিকে হাসপাতালে নেয়া হয়। বড় রকমের আহত না হলেও তার শরীরে অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে ছেলেটি আশঙ্কামুক্ত। -সাউথ চায়না মর্নিং পোস্ট অবলম্বনে।
×