ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাবি কর্মকর্তাকে পিটিয়ে ১২ লাখ টাকা ছিনতাই

প্রকাশিত: ০৫:৩৪, ২০ এপ্রিল ২০১৭

রাবি কর্মকর্তাকে পিটিয়ে ১২ লাখ টাকা ছিনতাই

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে প্রকাশ্য দিবালোকে ডিঙ্গাডোবা ও কাটাখালি এলাকায় বুধবার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ডিঙ্গাডোবা এলাকায় দুপুর আড়াইটার দিকে রাবির কর্মকর্তা তেসেম আলীকে মারপিট করে প্রায় ১২ লাখ টাকা ছিনতাই করা হয়েছে। এর কিছু আগে কাটাখালিতে এক কোম্পানির বিক্রয় প্রতিনিধির কাছ থেকে অস্ত্রের মুখে ৭৫ হাজার টাকা ছিনতাই করা হয়েছে। তেসেম আলী রাবির পরিসংখ্যান বিভাগের সহকারী রেজিস্ট্রার। রাবি কর্মকর্তা তেসেম আলী জানান, তিনি আড়াইটার দিকে পিয়ন শাহাদত হোসেনকে সঙ্গে নিয়ে রাবি শাখা অগ্রণী ব্যাংকে তার নিজ হিসাব থেকে প্রায় ১২ লাখ টাকা উত্তোলন করেন। এরপরে বাড়ি ফেরার জন্য ডিঙ্গাডোবা মোড়ে নামেন তিনি। এরপর তিন ছিনতাইকারী তাকে মারপিট করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে ছিনতাইকারীরা তাকে ব্যাপক মারপিট করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। তিনি জানান, ঘটনার সময় অসংখ্য মানুষ সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু মুহূর্তের মধ্যে ছিনতাইকারীরা টাকা নিয়ে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করান। সেখানে জরুরী বিভাগে চিকিৎসা নিয়ে তিনি বাড়ি ফেরেন। রাজপাড়া থানার ওসি আমান উল্লাহ আমান জানান, ছিনতাইয়ের ঘটনায় তেসেম আলী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ছিনতাইকারীদের আটকের চেষ্টা চলছে। এর আগে রাজশাহীর কাটাখালি এলাকায় আনোয়ার হোসেন নামে এক বিক্রয় প্রতিনিধির কাছ থেকে অস্ত্রের মুখে ৭৫ হাজার টাকা ছিনতাই করা হয়েছে। বুধবার দুপুর দেড়টার দিকে কাটাখালি বাজারে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ব্যাপারে আনোয়ার হোসেন মতিহার থানায় একটি অভিযোগ করেছেন। আনোয়ার হোসেন জানান, তিনি কাটাখালি বাজারে কোম্পানির বকেয়া টাকা তুলছিলেন। এ সময় তিনজন ছিনতাইকারী অস্ত্রের মুখে তার কাছে থাকা ব্যাগ ছিনিয়ে নেয়। তিনি জানান, ওই ব্যাগে কোম্পানির ৭৫ হাজার টাকা ছিল।
×