ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্যাঙের ত্বকের কষ থেকে ওষুধ

প্রকাশিত: ০৫:২৯, ২০ এপ্রিল ২০১৭

ব্যাঙের ত্বকের কষ থেকে ওষুধ

একদল মার্কিন বিজ্ঞানী বলছেন, এক বিশেষ জাতের ব্যাঙের চামড়ার (ত্বক) কষ থেকে ফ্লু ভাইরাসের ওষুধ তৈরিতে অগ্রগতি হয়েছে। আটলান্টার এমরয় বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন, দক্ষিণ ভারতের এক ধরনের ব্যাঙের চামড়া থেকে যে কষ নির্গত হয় তা পরীক্ষা করে তারা বলেছেন এই কষ কয়েক ডজন ইনফ্লুয়েঞ্জার ভাইরাস মেরে ফেলতে সক্ষম। এই কষের মধ্যে একটি উপাদান থাকে বিজ্ঞানীরা যার নাম দিয়েছেন উরুমিন। তবে মানবদেহে এই উরুমিন ব্যবহারের আগে আরও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন রয়েছে বলে তারা বলছেন। হুমকির সম্মুখীন হলে ব্যাঙের শরীর থেকে বেশ কয়েক ধরনের পেপটাইড নির্গত হয়। এই পেপটাইডগুলো নানা ধরনের ব্যাকটেরিয়ার বিরুদ্ধে প্রতিরোধ হিসেবে কাজ করে। এই গবেষণা দলের প্রধান জোশি জ্যাকব বলেন, এই পেপটাইড সাধারণত লুকিয়ে রাখে ব্যাঙ। বিশেষ করে শত্রুপক্ষের সঙ্গে লড়ার সময় ব্যাঙ এই পেপটাইড বের করে। এখন মানুষের শরীরে এই উরুমিন কিভাবে কাজ করতে পারে তা নিয়ে গবেষণা অব্যাহত রেখেছেন বিজ্ঞানীরা। -বিবিসি ও গিজমো অবলম্বনে
×