ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মেয়েদের ৭৭ শতাংশই ফেসবুককেন্দ্রিক সাইবার অপরাধের শিকার

প্রকাশিত: ০৫:২৭, ২০ এপ্রিল ২০১৭

মেয়েদের ৭৭ শতাংশই ফেসবুককেন্দ্রিক সাইবার অপরাধের শিকার

বিশ^বিদ্যালয় রিপোর্টার ॥ ইন্টারনেট ব্যবহারকারী মেয়েদের ৭৭ শতাংশই ফেসবুককেন্দ্রিক সাইবার অপরাধের শিকার হয়। পাসওয়ার্ড হ্যাকিংয়ের শিকার হয় ১২ শতাংশ। ৪ শতাংশ ইমেইল ও এসএমএস হুমকি, ২ শতাংশ সাইবার পর্নোগ্রাফি এবং ৫ শতাংশ আইডেন্টিটি থেফটের শিকার হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের ৫টি হলের প্রায় ২ হাজার ১০০ ছাত্রীর মধ্যে জরিপ চালায় বিশ্ববিদ্যালয়ের আইটি সোসাইটি (ডিইউটিএস)। গত বছর জুনে করা এ জরিপে ভিত্তিক গবেষণায় এ তথ্য পাওয়া যায়। বুধবার বিশ^বিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘সাইবার সিকিউরিটি এ্যাওয়ারনেস ফর উইমেন এমপাওয়ারমেন্ট’ শীর্ষক এক কর্মশালার আয়োজন করে সরকারের তথ্য ও প্রযুক্তি বিভাগের আওতাধীন কন্ট্রোলার অব সার্টিফায়িং অথরিটিজ (সিসিএ)। সকাল ৯টায় কর্মশালার উদ্বোধন করেন তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। উদ্বোধনী অনুষ্ঠানে সিসিএর নিয়ন্ত্রক আবুল মনসুর মোহম্মদ সারফ উদ্দীনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেনÑ ঢাবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আখতারুজ্জামান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক এস এম ওয়াহিদুজ্জামান প্রমুখ। উদ্বোধনী দিনে সরাসরি কর্মশালায় অংশগ্রহণ করে রাজধানীর উদয়ন মাধ্যমিক স্কুল, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল, অগ্রণী স্কুল এ্যান্ড কলেজ ও আজিমপুর গব. গার্লস কলেজের ৬ শতাধিক ছাত্রী। এছাড়াও অনলাইনে যুক্ত হয়ে কর্মশালায় অংশ নিয়েছে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মেয়েদের সাইবার নিরাপত্তার এ কর্মসূচীর আওতায় দেশব্যাপী ৮ বিভাগের ৪০টি স্কুলের প্রায় ১০ হাজার ছাত্রীকে কর্মশালার মাধ্যমে প্রশিক্ষণ দেয়া হবে। উদ্বোধনী বক্তৃতায় জুনায়েদ আহমেদ পলক বলেন, ইন্টারনেট ব্যবহারে নিজের প্রয়োজনেই সতর্ক থাকতে হবে। মানুষের পাঁচটি মৌলিক চাহিদার পরে ষষ্ঠ অধিকার হলো ইন্টারনেট ব্যবহারের অধিকার।
×