ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পাওয়ার ও এনার্জি হ্যাকাথন

প্রকাশিত: ০৫:২৬, ২০ এপ্রিল ২০১৭

পাওয়ার ও এনার্জি হ্যাকাথন

স্টাফ রিপোর্টার ॥ তরুণ প্রকৌশলীদের উদ্ভাবনকে কাজে লাগাতে চায় বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বুধবার ঢাকায় শুরু হয়েছে ‘পাওয়ার ও এনার্জি হ্যাকাথন-২০১৭’। বিদ্যুত বিভাগ বলছে হ্যাক হচ্ছে মনোযোগ আর ম্যারাথন হচ্ছে দীর্ঘ সময় ধরে লেগে থাকা। অর্থাৎ দীর্ঘ মনোযোগের ফলশ্রুতি উদ্ভাবন করবে নতুন ধারণার। নতুনদের এ ধারণাই বদলে দেবে বিদ্যুত ও জ্বালানি খাতকে। উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুত, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সম্ভাবনাময় বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যত গড়ার কারিগর প্রযুক্তিনির্ভর আজকের এ তরুণ সমাজ। তরুণদের হাত ধরেই পরিবেশবান্ধব সোনার বাংলাদেশ হবে। তারুণ্যের উদ্যমতায় দীপ্ত হয়ে সকল সীমাবদ্ধতা মেধা, নতুন নতুন উদ্ভাবনী চিন্তা ও কৌশলে বদলে যাবে বিদ্যুত ও জ্বালানি খাত। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, উন্নয়নের পেছনেই রয়েছে বিদ্যুত ও জ্বালানি। তাই বিদ্যুত ও জ্বালানি সাশ্রয়ী ব্যবহার ও সাশ্রয় সকলের জন্যই মঙ্গলজনক। গ্রামে, মা ও শিশু মৃত্যুর অন্যতম কারণ উন্মুক্ত পদ্ধতির গতানুগতিক রান্না, ধোঁয়াবিহীন বন্ধু চুলার ব্যবহার বাড়ানো প্রয়োজন। প্রতিমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমুদ্রে প্রায় নতুন বাংলাদেশ অর্জন করেছি। এর সম্পদ আহরণ ও উত্তোলনে নতুন প্রজন্মের অগ্রণী ভূমিকা রাখতে হবে। হ্যাকাথনে- গৃহস্থালিতে কার্যকর জ্বালানি ও বিদ্যুত নিশ্চিত করা, মেরিন এনার্জি কার্যকর করা, শিল্প ক্ষেত্রে বিদ্যুত ও জ্বালানি শক্তির সঙ্কট, বায়োমাস গ্যাস স্টোভ প্রতিস্থাপন, স্মার্ট গ্রিড টেকনোলজির বাস্তবায়ন, গ্রিন ও রিনিউয়েবল এনার্জির সমাধান, বিদ্যুতের সুলভ সংযোগ নিশ্চিতকরণ এ ৭টি লক্ষ্য অর্জনের প্রতিবন্ধকতা প্রযুক্তি দিয়ে কিভাবে মোকাবেলা করা যেতে পারে তা দেশের তরুণ প্রকৌশলীরা উদ্ভাবন করবেন। বলা হচ্ছেÑ ৩৯০টি দলের মধ্যে নির্বাচিত ১৫০টি দল আজকে থেকে শুরু হওয়া একটানা ৩৬ ঘণ্টা তাদের উদ্ভাবনগুলোর প্রোটোটাইপ তৈরি করবে এবং বিদ্যুত, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়, একাডেমি, ইন্ডাস্ট্রি থেকে ৪০ জনের বিশেষজ্ঞ দল ৭টি বিভাগের সেরা ২১টি উদ্ভাবন খুঁজে বের করবে। এ নির্বাচিত ২১টি উদ্ভাবনের প্রোটোটাইপ বাস্তবায়নে ও বাণিজ্যিকরণে বিদ্যুত, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় থেকে মেন্টরশিপ, ফান্ডিং সহযোগিতা করা হবে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিদ্যুত বিভাগের সচিব ড. আহমদ কায়কাউস, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন, পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মনসুর মোঃ ফয়েজুল্লাহ, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন এবং বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসর এ্যাসোসিয়েশনের সভাপতি লতিফ খান বক্তব্য রাখেন। প্রসিকিউশন পক্ষ খুশি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রসিকিউটর তুরিন আফরোজ সাংবাদিকদের বলেন, ‘রায়ে আমরা অত্যন্ত খুশি। সফলভাবে কাজ করতে পেরেছি। আসামিদের বিরুদ্ধে আনা দুটো অভিযোগে মৃত্যুদ- দেয়া হয়েছে, একটি আমৃত্যু কারাদ- এবং অপর তিনটি অভিযোগে ২২ বছরের সশ্রম কারাদ- হয়েছে।’ একটি দিক দিয়ে এ মামলায় ‘অসাধারণ সাফল্য’ এসেছে মন্তব্য করে তিনি আরও বলেন, এ রায়ে প্রথমবারের মতো যুদ্ধকালীন ধর্ষণকে গণহত্যার স্বীকৃতি দেয়া হয়েছে। একাত্তরে গণধর্ষণকে আদালত ‘জেনোসাইডাল রেপ’ হিসেবে স্বীকৃতি দিয়েছে, ওই চার্জে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ- দেয়া হয়েছে। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী আবদুস সাত্তার পালোয়ান সাংবাদিকদের বলেন, ‘ট্রাইব্যুনাল ও আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। মক্কেলের সঙ্গে পরামর্শ করে আপীলের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’
×