ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে নির্বিচারে গুলিতে তিন শ্বেতাঙ্গ নিহত

প্রকাশিত: ০৫:২৬, ২০ এপ্রিল ২০১৭

যুক্তরাষ্ট্রে নির্বিচারে গুলিতে তিন শ্বেতাঙ্গ  নিহত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ফ্রেসনো শহরে ৩৯ বছর বয়সী এক ব্যক্তি গত মঙ্গলবার হত্যাযজ্ঞে মেতে উঠলে তিনজন নিহত ও অপর একজন আহত হয়। খবর এএফপির। কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সন্দেহভাজন এই খুনী একজন আফ্রিকান-আমেরিকান, নাম কোরি আলী মোহাম্মদ। সে নিজেকে ‘কালো যিশু’ হিসেবে পরিচয় দিত। ফ্রেসনো শহরের পুলিশপ্রধান জেরি ডায়ার বলেন, মঙ্গলবার সকালে প্রায় পৌনে এগারোটার দিকে আলী মোহাম্মদ বিনা উস্কানিতে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। কয়েক মিনিটের মধ্যেই ১৬ রাউন্ড গুলি করে তিনজনকে হত্যা ও একজনকে আহত করে। তাকে গ্রেফতারের সময় সে আরবীতে ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করেছিলেন। মঙ্গলবারের ঘটনা ছাড়াও, এর আগের সপ্তাহে এক মোটেলের বাইরে কর্তব্যরত এক নিরাপত্তারক্ষীকে হত্যা করার জন্য তাকে সন্দেহও করা হচ্ছে। কোরি মোহাম্মদ কী বর্ণবাদী না, সন্ত্রাসী তা নিয়ে পুলিশ প্রশাসনে সন্দেহের দোলাচলে আছে। সে নিজেকে ‘কালো যিশু’ বলে পরিচয় দেয়। আবার মুসলিম জঙ্গীদের মতো ‘আল্লাহু আকবর’ বলে গুলি চালায় নির্বিচারে। এ বিষয়ে যোগাযোগ করা হলে এফবিআই মুখপাত্র কোন ধরনের মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তবে শহরের পুলিশপ্রধান ডায়ার জানিয়েছেন, কোরি মোহাম্মদ তার ফেসবুক পোস্টিংয়ে জানিয়েছে, সে শ্বেতাঙ্গদের এবং সরকারকে ঘৃণা করে। এছাড়াও তার অতীত জীবনে অপরাধী কর্মকা-ের প্রমাণ আছে। তার ভবঘুরে ছন্নছাড়া জীবনে অপরাধী গ্রুপগুলোর সঙ্গে যোগাযোগ ছিল। এ সময় মাদক, অবৈধ অস্ত্র ব্যবহার ও সন্ত্রাসী হুমকি প্রদানের জন্য তার বিরুদ্ধে অভিযোগ আছে। এ প্রসঙ্গে ডায়ার বলেন, কোরি মোহাম্মদের শ্বেতাঙ্গ বিদ্বেষের বড় প্রমাণ হচ্ছে নিহতদের সবাই সাদা চামড়ার লোক। তবে প্রাপ্ত আলামত ও সাক্ষ্যপ্রমাণে মনে হচ্ছে, এসব হত্যাকা-ের সঙ্গে সে একাই জড়িত তার অন্য কোন সহযোগী ছিল না। তবে সন্ত্রাসী কোন গ্রুপে এর পেছনে সক্রিয় ছিল কি না, সে বিষয়ে তদন্ত চলছে। লেফটেন্যান্ট মার্ক হাডাসন নামে পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, নির্বিচারে গুলি করার সময় যে আগ্নেয়াস্ত্রটি কোরি মোহাম্মদ ব্যবহার করেছে তা এখনও উদ্ধার করা যায়নি। তবে হত্যাকা-ের পর কোরিও মোহাম্মদকে ধরতে পুলিশের কোন বেগ পেতে হয়নি। কারণ, কোরি মোহাম্মদ নিজে থেকেই পুলিশের কাছে গিয়ে বলেন, তোমরা কী আমার খোঁজ করছ? কোরি মোহাম্মদের পিতা ভিনসেন্ট টেলর দ্য লস এঞ্জেলস টাইমসকে তার পুত্র সম্পর্কে যা বলেছেন, তাতে মনে হয় শৈশব থেকেই কোরি মোহাম্মদ শ্বেতাঙ্গদের প্রতি মনে তীব্র ঘৃণা পোষণ করতেন। কোরি মোহাম্মদ বিশ্বাস করতেন, শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গদের মধ্যে চলমান যুদ্ধে তিনি একজন যুদ্ধরত সৈনিক। তার ফেসবুকে কোরি কৃষ্ণাঙ্গ জাতীয়তাবাদের উচ্ছ্বসিত প্রশংসা এবং শ্বেতাঙ্গদের ‘সাদা চামড়ার শয়তান’ বলে উল্লেখ করেন। কোরির বিরুদ্ধে ৪টি হত্যা মামলা ও দুটি হত্যা প্রচেষ্টার অভিযোগ আনা হয়েছে এবং তাকে ৪৮ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। যুক্তরাষ্ট্রে এ ধরনের বেপরোয়া গুলিবর্ষণ ও নির্বিচার এবং খুনের ঘটনা এবারই প্রথম বা শেষ নয়। এর আগেও কখনও বাসে কখনও পাতাল ট্রেনে অথবা স্কুল-কলেজে সন্ত্রাসী অথবা মানসিক বিকারগ্রস্তদের হামলায় বহু নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে। স্কুলে অধ্যয়নরত শিশু-কিশোর কিছু বুজে ওঠার আগেই গুলি খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছে।
×