ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

রাজধানীতে প্রতারক চক্রের ১০ সদস্য গ্রেফতার

প্রকাশিত: ০৭:৫৪, ১৯ এপ্রিল ২০১৭

রাজধানীতে প্রতারক চক্রের ১০ সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে প্রতারক চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ভারতীয় সাড়ে ১৫ লাখ জাল রুপী ও ৫০ কোটি টাকার সাপের বিষ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানা গেছে। সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন জানান, পাকিস্তানী নাগরিকদের যোগসাজশে বাংলাদেশে একটি চক্র ভারতীয় জাল রুপীর ব্যবসা করে আসছিল। এ রকমই একটি চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ১৫ লাখ ৩৪ হাজার ভারতীয় জাল রুপী উদ্ধার করা হয়েছে। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, রাজধানীর কুড়িল বাসস্ট্যান্ড এলাকা থেকে ৫০ কোটি টাকা মূল্যের ১২ পাউন্ড সাপের বিষসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হল- মোঃ আবু হানিফ (চেয়ারম্যান), মোঃ আফছার আলী, মোঃ নজরুল ইসলাম, মোঃ মুক্তার হোসেন ও মোঃ রহিছ উদ্দিন।
×