ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সংশয়ের ভেলায় ভাসছেন ফেদেরার!

প্রকাশিত: ০৬:১৮, ১৯ এপ্রিল ২০১৭

সংশয়ের ভেলায় ভাসছেন ফেদেরার!

স্পোর্টস রিপোর্টার ॥ বয়সে পঁয়ত্রিশকেও ছাড়িয়ে গেছেন রজার ফেদেরার। এখনও প্রতিপক্ষের ভয়ঙ্কর আতঙ্কের নাম ফেড এক্সপ্রেস। এই সময় সুইজারল্যান্ডের এই জীবন্ত কিংবদন্তির খেলা দেখে চমকে গেছে পুরো টেনিস বিশ্বই। এমনকি কিংবদন্তি রড লেভারও। তার কাছে মনে হচ্ছে, কোর্টে যেন দশ-পনেরো বছর আগের সেই সুইস তরুণকেই দেখছেন। শুধু তাই নয়, লেভারের কথায়, রজার এই মুহূর্তে জীবনের সেরা টেনিসটাই খেলছেন। কিন্তু সুইস কিংবদন্তিকে ফ্রেঞ্চ ওপেনে সমর্থকরা দেখতে পারবেন কী না তা নিয়েই দেখা দিয়েছে সংশয়। এমনটি খোদ ফেদেরারই জানিয়েছেন যে, ফ্রেঞ্চ ওপেনে এবার নাও খেলতে পারেন তিনি। সুইজারল্যান্ডের এক সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাতকারে ১৮ গ্র্যান্ডসøাম জয়ী বলেন, ‘কয়েকটা দিন সময় দিন। মে মাসের ১০ তারিখের মধ্যেই ঠিক করে ফেলব প্যারিসে খেলতে যাব কী না।’ হঠাৎ এমন শঙ্কা কেন? টেনিসের সর্বকালের অন্যতম সেরা তারকার জবাব, ‘আসলে ওখানে খেলাটা ঠিক হবে, না ভুল হবে সেটাই ভাবছি। আমি আমার টিমকে নিয়ে বসব। ওদের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেব। ততদিন হার্ড কোর্টে যেমন অনুশীলন করে যাচ্ছি, তেমনটাই করে যাব। যদি মনে হয় আমি পুরোপুরি তৈরি আর নিজেকে মোটিভেট করতে পারছি, তবেই খেলতে যাব।’ মৌসুমের দ্বিতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট ফ্রেঞ্চ ওপেন নিয়ে দ্বিধা থাকলেও ফেদেরার স্বীকার করেছেন যে, উইম্বলডনের প্রস্তুতির জন্য ফরাসী ওপেনে খেলতে পারলে ভালই হয়। উইম্বলডনে ট্রফি জেতাটাই যে তার এখন প্রধান লক্ষ্য। আর তার জন্য তৈরি হতে প্যারিসে খেলার সম্ভাবনা উড়িয়েও দিচ্ছেন না। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘হয় তো গ্যারোতে নামলে আক্রমণাত্মক টেনিসই খেলব। ওখানে আবহাওয়া ভাল থাকলে কোর্টে বল উইম্বলডনের থেকেও বেশি দ্রুত আসে। ঘাসে খেলতে এই প্রস্তুতিটাও দরকার।’ ২০০৩ সালে উইম্বলডনে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডসøাম জয়ের স্বাদ পেয়েছিলেন। এরপর আর পেছনের দিকে ফিরে তাকাতে হয়নি তাকে। একে এক ১৮ মেজর টুর্নামেন্ট জয়ের স্বাদ পেয়েছেন তিনি। যার শেষটি চলতি বছর, অস্ট্রেলিয়ান ওপেনে। তাও আবার চিরপ্রতিদ্বন্দ্বী স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদালকে হারিয়ে। শুধু অস্ট্রেলিয়ান ওপেনেই যে চ্যাম্পিয়ন হয়েছেন তা নয়। এ বছরের শুরুটা অবিশ্বাস্যভাবেই করেছেন ফেড এক্সপ্রেস। অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা নিজের শোকেসে তুলতে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ১০ খেলোয়াড়কে পরাজয়ের স্বাদ উপহার দিয়েছেন তিনি। সেইসঙ্গে কেন রোজওয়ালের পর সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে অস্ট্রেলিয়ান ওপেন জয়ের রেকর্ড গড়েন ফেদেরার। এরপর ইন্ডিয়ান ওয়েলস ও মিয়ামি মাস্টার্সের শিরোপাও নিজের শোকেসে তুলেন তিনি। চলতি মৌসুমে দুর্দান্ত ফেদেরার ২০ ম্যাচ খেলে তার ১৯টিতেই পেয়েছেন জয়ের তৃপ্তি। বিনিময়ে হেরেছেন মাত্র একটিতে। কিন্তু মিয়ামি ওপেনের চ্যাম্পিয়ন হওয়ার পরই ১০ সপ্তাহ টেনিস থেকে বিরতি নেয়ার পরিকল্পনা নেন। এর ফলেই সংশয় শুরু হয় ফেদেরারকে নিয়ে। ২২ মে থেকে শুরু হতে যাওয়া ফ্রেঞ্চ ওপেনে কী খেলবেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক এই নাম্বার ওয়ান? টেনিসপ্রেমীদের অপেক্ষা এখন সেটাই দেখার। এদিকে ফেদেরারের মতো চলতি মৌসুমের শুরুটা দারুণ হয়েছে রাফায়েল নাদালেরও। খেলেছেন তিন ফাইনাল। কিন্তু দুর্ভাগ্য তার। অস্ট্রেলিয়ান ওপেন, এসাপুলকো এবং সর্বশেষ মিয়ামি ওপেন যার সবকটিতেই পরাজয়ের স্বাদ নিয়ে কোর্ট ছাড়তে হয়েছে তাকে। তারপরও নিজের পারফর্মেন্সে সন্তুষ্ট নাদাল। এ বিষয়ে তিনি বলেন, ‘আমার খেলায় আমি খুবই সন্তুষ্ট। আমার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে, আমি আবারও প্রতিযোগিতায় ফিরেছি। যা আমাকে অতিরিক্ত মোটিভেট করেছে। একই সময়ে আমি খুব ভালও খেলছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমার কোন ইনজুরি নেই। তাছাড়া গত দুই সপ্তাহ বেশ ভালভাবেই অনুশীলন করেছি। এই মুহূর্তে উচ্চমানের টেনিস খেলছি। পারফর্মেন্সের এই ধারাবাহিকতা ধরে রাখাটাই এখন মূল লক্ষ্য আমার।’
×