ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ক্রিস্টি কারের অর্জন

প্রকাশিত: ০৬:১৮, ১৯ এপ্রিল ২০১৭

 ক্রিস্টি কারের অর্জন

স্পোর্টস রিপোর্টার ॥ যুক্তরাষ্ট্রের ক্রিস্টি কার দারুণ জয়ে চ্যাম্পিয়ন হয়েছেন লোটি চ্যাম্পিয়নশিপে। তিনি জ্যাং সু-ইয়ংয়ের চেয়ে অনেক পিছিয়ে থেকেও শেষ মুহূর্তে দারুণ প্রত্যাবর্তন করেন। শেষ পর্যন্ত পেছনে ফেলেন জ্যাংকে। ফাইনাল রাউন্ডে নামার আগে ৩৯ বছর বয়সী ক্রিস্টি ছিলেন তিন শট পেছনে। সবকিছু পেছনে ফেলে শেষ হাসিটা তিনিই হাসলেন। ২০১৫ সালের পর এই প্রথম ইউএস এলপিজিএ ট্যুর জয় করলেন ক্রিস্টি। জ্যাং বিশাল লিড নিয়ে ফাইনাল রাউন্ডে ওঠেন। নিউজিল্যান্ডের লিডিয়া কো লড়াইয়ে ছিলেন ভালভাবেই। গত জুলাইয়ের পর এই প্রথম আরেকটি শিরোপা জয়ের পথে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তারা কেউ পারেননি। কোন বোগি ছাড়াই সবমিলিয়ে ৭২ হোল জয়ী ক্রিস্টি স্কোর করেন ২০ আন্ডার পার ২৬৮। এ বিষয়ে ক্রিস্টি বলেন, ‘দারুণ একটা দিন ছিল। আমার জন্য খুব ভাল হয়নি শুরুটা। কিন্তু জানতাম যে লেগে থাকলে আমার পক্ষে ভাল কিছু করা সম্ভব। পরে কয়েকটা বার্ডি জিতলাম এবং দারুণভাবে ফিরে আসাটা সত্যিই আমার জন্য জাদুকরী ব্যাপার মনে হচ্ছে।’ জ্যাং ও কো যৌথভাবে দ্বিতীয় হন। পঞ্চম হন ৩৫ বছর বয়সী কানাডার এ্যালেনা শার্প।
×