ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ছেলের শোকে চেকপোস্টেই মারা গেলেন বাবা!

প্রকাশিত: ০৬:০৪, ১৯ এপ্রিল ২০১৭

ছেলের শোকে চেকপোস্টেই মারা গেলেন বাবা!

স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ ক্যান্সারে আক্রান্ত একমাত্র ছেলের মরদেহ ভারত থেকে নিয়ে আসার সময় শোকে মারা গেলেন বাবাও। তাও আবার ভারতের মাটিতেই, পেট্রাপোল সীমান্ত চেকপোস্টে! হৃদয়বিদারক করুণ এ ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায়। মঙ্গলবার সকালে ছেলের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর শেষে বাবার মরদেহ হস্তান্তর করা হয়। বেনাপোল সীমান্তে স্বজনদের করুণ আহাজারিতে বেদনার্ত হয় উৎসুক মানুষেরাও। হতভাগ্য বাবা রফিক ছিলেন গাজীপুর মহানগরের ৩ নম্বর ওয়ার্ডের গোবিন্দবাড়ির বাসিন্দা। ছেলে আসাদ ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল। বেনাপোল চেকপোস্টের নো-ম্যান্সল্যান্ডে বাবা-ছেলের মরদেহ নিতে আসা মৃত রফিকের চাচা খন্দকার আলী জানান কষ্টের এ গল্প। তিনি জানান, একমাত্র ছেলেকে বাঁচাতে দেশেই আপ্রাণ চেষ্টা করছিলেন বাবা রফিক। সব জমি-জমা বিক্রি করে ডাক্তারের পরামর্শমতো চার মাস ধরে ছেলের চিকিৎসার পেছনে অর্থ খরচ করেছেন। ডাক্তারও আশ্বস্ত করে আসছিলেন, ছেলে আসাদ সুস্থ হয়ে উঠবে। মুক্তিযুদ্ধে হেমায়েত বাহিনী স্মৃতি পরিষদের নয়া কমিটি মুক্তিযোদ্ধা এম এ খালেক সভাপতি ও আশা লতা বৈদ্যকে মহাসচিব করে মুক্তিযুদ্ধে হেমায়েত বাহিনী স্মৃতি পরিষদ কমিটি গঠন করা হয়েছে। সোমবার ঢাকার মতিঝিলে এম এ খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেনÑ ভাইস চেয়ারম্যান সামছুল হক শেখ, ফায়েকুজ্জামান, ফাতেমা রহমান ও অধ্যাপক নূরজাহান বেগম। যুগ্ম মহাসচিব হাসিব উদ্দিন (পান্না), সাংগঠনিক সচিব ফজলুল রহমান, অর্থ সচিব অহিদুর রহমান, দফতর সচিব নাছিমা আক্তার বিথী, প্রচার ও প্রকাশনা সচিব তাহমিনা খান, আইন বিষয়ক সচিব এ্যাডভোকেট দেলোয়ার হোসেন, মহিলা বিষয়ক সচিব রেখা রানী গুন, কল্যাণ ও পুনর্বাসন সচিব আব্দুস সাত্তার, তথ্য ও প্রযুক্তি সচিব হারুন অর রশিদ, কার্যনির্বাহী সদস্য চিত্তরঞ্জন বল ও মুন্সি সিরাজুল ইসলাম। -বিজ্ঞপ্তি দুগ্ধ খামারিদের চেক বিতরণ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ সরকারীভাবে দুগ্ধ সমবায় সমিতির কার্যক্রম বিস্তৃতকরণের মাধ্যমে দরিদ্র হ্রাসকরণ এবং আর্থসামাজিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে আগৈলঝাড়া উপজেলার বাকাল ও বাগধা ইউনিয়নের দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেডের ৬৭ সদস্যর প্রত্যেককে এক লাখ টাকা করে ঋণের চেক প্রদান করা হয়েছে। সমবায় অধিদফতরের আওতায় মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে ঋণের চেক বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার গাজী তারিক সালমন। প্রধান অতিথি ছিলেনÑ উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্যানেল চেয়ারম্যান মলিনা রানী রায়, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। তথ্য অধিকারবিষয়ক কর্মশালা নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৮ এপ্রিল ॥ তথ্য অধিকার আইন বিষয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা মঙ্গলবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। তথ্য কমিশন ও গাইবান্ধা সদর উপজেলা যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। কর্মশালার উদ্বোধন ও পরিচালনা করেন তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার। সদর উপজেলা নির্বাহী অফিসার আলিয়া ফেরদৌস জাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেনÑ অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমান, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রশিদা বেগম, ভাইস চেয়ারম্যান মোর্শেদ হাবীব সোহেল, তথ্য কমিশনের সহকারী পরিচালক মোঃ সালাহ উদ্দিন সরকার। উন্মুক্ত আলোচনায় অংশ নেন সদর থানার অফিসার ইনচার্জ এ কে এম মেহেদী হাসান প্রমুখ।
×