ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বগুড়ায় ট্রাকের ধাক্কায় পুলিশ নিহত

প্রকাশিত: ০৬:০২, ১৯ এপ্রিল ২০১৭

বগুড়ায় ট্রাকের ধাক্কায় পুলিশ নিহত

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ মঙ্গলবার সকালে শিবগঞ্জ উপজেলার মোকামতলায় ট্রকের ধাক্কায় শাহ আলম (৩৫) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। নিহত পুলিশ কনস্টেল মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রে গাড়ি চালক হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ জানায়, রাতের ডিউটি শেষে শাহ আলম কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন। তিনি পুলিশ তদন্ত কেন্দ্রের নিকট ভাড়া বাড়িতে থাকতেন। ভোর সাড়ে ৫টার দিকে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তিনি মারা যান। তার বাড়ি নওগাঁ সদর উপজেলায়। কুষ্টিয়ায় আরোহী নিজস্ব সংবাদদাতা কুষ্টিয়া থেকে জানান, কুষ্টিয়ায় ট্রাকের চাপায় জামিরুল ইসলাম (৫৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার রাতে মিরপুর উপজেলার সাগরখালী ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। তবে মোটরসাইকেল চালক সুস্থ রয়েছেন। নিহত জামিরুল দৌলতপুর উপজেলার খলিসাকু-ি বাজারপাড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে। পুলিশ বলেছে, রাত ৮টার দিকে মোটরসাইকেলের পেছনে বসে মিরপুরের আমলা থেকে খলিসাকু-ির দিকে যাচ্ছিলেন জামিরুল। পথে সাগরখালী ব্রিজের ওপর কুষ্টিয়া থেকে মেহেরপুরগামী একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেলের পেছনে বসে থাকা জামিরুল পড়ে গেলে ট্রাকটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সীতাকু- নিজস্ব সংবাদদাতা, সীতাকু- থেকে জানান, সীতাকু-ে চয়েস পরিবহনের দ্রুতগামী বাসচাপায় জানে আলম (৬০) নামে এক সিগারেট কোম্পানির ভ্যানচালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দোয়াজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক ঢাকা টোব্যাকো সিগারেট কোম্পানির সীতাকু- ডিস্ট্রিবিউটরে কর্মরত ভ্যানচালক ও উপজেলার মুরাদপুর গুলিয়াখালী এলাকায় তার বাড়ি। জানা যায়, বিকেলে সিগারেট বিক্রি শেষে ফিরছিলেন ভ্যানচালক জানে আলম। এ সময় উপজেলার দোয়াজীপাড়া এলাকায় মহাসড়কের পাশে ভ্যানটি দাঁড় করিয়ে টাকা সংগ্রহে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্বপাশে যান। টাকা নিয়ে মহাসড়ক পারাপারের সময় ঢাকামুখী বারৈয়ারহাট চয়েস পরিবহনের একটি দ্রুতগামী বাস তাকে চাপা দেয়। এতে বাসের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
×