ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রানার জামিন ৮ মে পর্যন্ত স্থগিত

প্রকাশিত: ০৫:৪৬, ১৯ এপ্রিল ২০১৭

রানার জামিন ৮ মে পর্যন্ত স্থগিত

স্টাফ রিপোর্টার ॥ মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার আসামি কারাবন্দী সংসদ সদস্য আমানুর রহমান খান রানার জামিন আগামী ৮ মে পর্যন্ত স্থগিত করেছে চেম্বার আদালত। অন্যদিকে বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলা বাতিলের আবেদন খারিজের হাইকোর্টের রায় স্থগিত চেয়ে করা আবেদনের শুনানি মুলতবি করা হয়েছে। মঙ্গলবার অবকাশকালীন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত এ আদেশগুলো প্রদান করেছেন। পরে ডেপুটি এ্যাটর্নি জেনারেল মাসুদ বলেন, ‘এমপি রানার জামিন স্থগিত চেয়ে আবেদন করা হয়েছিল। সেটির শুনানি শেষে আদালত ওই স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়েছেন।’ একইসঙ্গে আগামী ৮ মে এ বিষয়ে শুনানির জন্য আপীলের নিয়মিত বেঞ্চে পাঠানো হয়েছে। গত ১৩ এপ্রিল এমপি রানাকে অন্তবর্তীকালীন জামিন দিয়েছিলেন বিচারপতি এম এন চৌধুরী এবং এ এন এম বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ। এরপর রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে গত রবিবার রানার জামিনে তিনদিনের স্থগিতাদেশ দেন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আদালতে শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম; সঙ্গে ছিলেন মাসুদ হাসান। রানার পক্ষে শুনানি করেন সুপ্রীমকোর্টের সিনিয়র আইনজীবী আব্দুল বাসেত মজুমদার। আলতাফ হোসেন চৌধুরী বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলা বাতিলের আবেদন খারিজের হাইকোর্টের রায় স্থগিত চেয়ে করা আবেদনের শুনানি মুলতবি করা হয়েছে। মঙ্গলবার অবকাশকালীন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত এ আদেশ দেয়। আদালতের পক্ষে দুর্নীতি দমন কমিশনের (দুদক) শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। আলতাফ হোসেন চৌধুরীর পক্ষে ছিলেন আইনজীবী জয়নুল আবেদীন। পরে খুরশীদ সাংবাদিকদের বলেন, হাইকোর্ট আলতাফ হোসেন চৌধুরীর দুর্নীতির মামলা বাতিলে আবেদন খারিজ করেছিল। নিয়ম অনুযায়ী আলতাফ হোসেনের আত্মসমর্পণ করে জামিন নেয়ার কথা। পরে আপীলে আবেদন করবেন। কিন্তু আত্মসমর্পণ না করে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করা হয়। বিষয়টি আদালতে উপস্থাপনের পর আদালত আবেদনটি চার সপ্তাহের জন্য স্ট্যান্ডওভার করেছেন। এর আগে ১২ এপ্রিল মামলা বাতিলের রুল খারিজ করে রায় দেয় বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ। রুল খারিজ হয়ে যাওয়ায় এখন বিচারিক আদালতে মামলার কার্যক্রম চলতে আর কোন বাধা নেই।
×