ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফরিদপুরে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ ॥ ৪০ বাড়ি ভাংচুর

প্রকাশিত: ০৫:৩৮, ১৯ এপ্রিল ২০১৭

ফরিদপুরে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ ॥ ৪০ বাড়ি ভাংচুর

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৮ এপ্রিল ॥ জেলার সালথা উপজেলায় মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত আওয়ামী লীগের বিবদমান দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষে কমপক্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের ৪০টি বাড়ি ভাংচুর ও লুটপাট করা হয়েছে। আহতদের মধ্যে ১২ জনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় রামকান্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন মোল্লার বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। সংঘর্ষ থামাতে পুলিশ ৮টি কাঁদানে গ্যাসের সেল ও শটগানের ৫৬টি গুলি ছোড়ে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানায়, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর পুত্র আয়মান আকবর বাবলু চৌধুরী গ্রুপের সঙ্গে সালথা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলীর সঙ্গে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। এনিয়ে ওই এলাকায় একাধিকবার হামলা-পাল্টাহামলা ও বাড়িঘর ভাংচুর, লুটপাটের ঘটনাও ঘটে। সোমবার রাতে সালথা বাজারে সাব্বির চৌধুরীর সমর্থকদের সঙ্গে আয়মান আকবর বাবলু চৌধুরীর সমর্থক হিসেবে পরিচিত রামকান্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলতাফ মোল্লার সমর্থকদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে। এনিয়ে উভয়পক্ষের মধ্যে সোমবার রাতধরে উত্তেজনা চলে। মঙ্গলবার সকালে সালথা বাজার ও মদনদিয়া এলাকায় দুই গ্রুপের কয়েক হাজার সমর্থক ঢাল-সড়কি, কাতরা, বল্লম, ভেলা, লাঠি, ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সকাল ৮টা থেকে সংঘর্ষ শুরু হয় এবং দফায় দফায় এ সংঘর্ষ চলে বেলা ১টা পর্যন্ত। সংঘর্ষের সময়ে গোটা এলাকাজুড়ে রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশ বেশ কয়েক দফা টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেও সংঘর্ষ থামাতে ব্যর্থ হয়।
×