ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বোরো মৌসুমে ৮ লাখ টন চাল ও ৭ লাখ টন ধান সংগ্রহ করা হবে

প্রকাশিত: ০৫:৩৫, ১৯ এপ্রিল ২০১৭

বোরো মৌসুমে ৮ লাখ টন চাল ও ৭ লাখ টন ধান সংগ্রহ করা হবে

স্টাফ রিপোর্টার ॥ খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, আসন্ন বোরো মৌসুমে ৮ লাখ মেট্রিক টন চাল এবং ৭ লাখ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। লক্ষ্যমাত্রা অর্জনে কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। মঙ্গলবার সকালে ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, ঢাকায় বাংলাদেশ অটো মেজর এ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির বিশেষ সাধারণ সভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, এবার কৃষকদের মূল্য নিশ্চিত করার জন্য এ্যাকাউন্ট পে চেকের মাধ্যমে মূল্য পরিশোধ করা হবে। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে প্রতিটি গোডাউনে কৃষকদের নামের তালিকা টানিয়ে দেয়া হবে। যাতে করে কৃষকদের হয়রানির শিকার হতে না হয়। মিল মালিকদের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, আপনারা আমাদের পরিবারেরই সদস্য। ধান-চাল সংগ্রহে আপনাদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা নির্দিষ্ট সময়ের মধ্যেই চাল সরবরাহ নিশ্চিত করবেন। তিনি মিল মালিকদের সতর্ক করে দিয়ে বলেন, যারা নির্দিষ্ট সময়ের মধ্যে ধান ভাঙ্গিয়ে চাল সরবরাহ করতে ব্যর্থ হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ১৬ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা দিতে সক্ষম হয়েছেন। দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। এক সময় দেশে খাদ্য ঘাটতি ছিল। বর্তমানে আমরা তা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি। তিনি বলেন, দেশ আজ উন্নয়নের মহাসড়কে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হওয়ার উদ্দেশে এগিয়ে যাচ্ছে।
×