ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেষ হচ্ছে চীনের ক্যান্টন ফেয়ার

প্রকাশিত: ০৪:২১, ১৯ এপ্রিল ২০১৭

শেষ হচ্ছে চীনের ক্যান্টন ফেয়ার

অর্থনৈতিক রিপোর্টার ॥ আজ বুধবার শেষ হচ্ছে চায়না আমদানি ও রফতানি মেলা; যা ক্যান্টন ফেয়ার নামে সারা বিশ্বে সুপরিচিত। বিশ্বের বৃহৎ পণ্যমেলা হিসেবেও এটি পরিচিত। চীনের ঐতিহ্যবাহী এবং মর্যাদাপূর্ণ এ মেলায় দ্বিতীয়বারের মতো অংশ নিয়েছে বাংলাদেশী ব্র্যান্ড ওয়ালটন। চীনের গুয়াংজু প্রদেশে গত ১৫ এপ্রিল থেকে চার দিনব্যাপী ১২১তম ক্যান্টন (চায়না ইমপোর্ট এ্যান্ড এক্সপোর্ট) ফেয়ার শুরু হয়। মেলায় (স্প্রিং ফেয়ার) ইলেকট্রনিক্স এ্যান্ড হাউজহোল্ড ইলেকট্রিক্যাল এ্যাপ্লায়েন্সেস, লাইটিং ইক্যুইপমেন্ট, ভেহিক্যালস এ্যান্ড স্পেয়ার পার্টস, মেশিনারি এবং হার্ডওয়্যার এ্যান্ড টুলস পণ্য প্রদর্শিত হয়। ইলেকট্রনিক্স এ্যান্ড হাউসহোল্ড ইলেকট্রিক্যাল এ্যাপ্লায়েন্সেস ক্যাটাগরিতে অংশ নিয়েছে ওয়ালটন। ক্যান্টন ফেয়ার এর আন্তর্জাতিক প্যাভিলিয়নে স্থাপন করা হয় ওয়ালটনের মেগা প্যাভিলিয়ন। মেলায় প্রদর্শিত হয়েছে ওয়ালটন কারখানায় তৈরি আন্তর্জাতিকমানের ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্যসমূহ। গ্রাহকদের স্বাস্থ্যসেবায় টনিক প্রিমিয়াম আনল টেলিনর হেলথ অর্থনৈতিক রিপোর্টার ॥ গ্রাহকদের জন্য দেশের প্রথম সম্পূর্ণ ডিজিটাল স্বাস্থ্যসেবা টনিক প্রিমিয়াম ও টনিক এ্যাডভান্স নিয়ে এলো গ্রামীণফোন ও টেলিনর হেলথ। গতকাল নতুন এ ডিজিটাল স্বাস্থ্যসেবার উন্মোচন করা হয়। জনপ্রিয় সব কন্টেন্ট চ্যানেলের মাধ্যমে ওজন কমানো ও অভিভাবকত্বের মতো প্রতিদিনকার স্বাস্থ্যবিষয়ক টিপস দেয়া থেকে শুরু করে দেশের শীর্ষ স্থানীয় ডাক্তারদের সঙ্গে এ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করা, সর্বোচ্চ আড়াই লাখ পর্যন্ত হাসপাতাল খরচ বহন, স্বাস্থ্য ও সুস্থতা নিয়ে আধুনিক বাংলাদেশের পরিবারসমূহের প্রয়োজন পূরণে সহায়তা করবে টনিক প্রিমিয়াম ও এ্যাডভান্স। টনিক এ্যাপের মাধ্যমে টনিক প্রিমিয়াম সদস্যরা অর্থ ও সময় সঞ্চয় করার পাশাপাশি, খুবই অল্প খরচে সর্বোত্তম স্বাস্থ্যসেবা নিতে পারবেন।
×