ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রূপালী ব্যাংকের রেমিটেন্স ড্রয়িং স্থাপন চুক্তি

প্রকাশিত: ০৪:২০, ১৯ এপ্রিল ২০১৭

রূপালী ব্যাংকের রেমিটেন্স ড্রয়িং স্থাপন চুক্তি

অর্থনৈতিক রিপোর্টার ॥ রূপালী ব্যাংক লি: এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ আতাউর রহমান প্রধান এবং জেআরএফের প্রেসিডেন্ট সারোয়ার সানি হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে রেমিটেন্স ড্রয়িং ব্যবস্থা স্থাপন চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় ব্যাংকের চেয়ারম্যান মনজুর হোসেন উপস্থিত ছিলেন। সম্প্রতি রূপালী ব্যাংক লিমিটেড এবং জাপানের শীর্ষস্থানীয় রেমিটেন্স প্রেরণকারী প্রতিষ্ঠান জাপান রেমিট ফাইন্যান্স কো: লি: (জেআরএফ) এর মধ্যে রেমিটেন্স ড্রয়িং ব্যবস্থা স্থাপনে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। টোকিওর জাপান রেমিট ফাইন্যান্স কো: লি: এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ আতাউর রহমান প্রধান ও জেআরএফ এর প্রেসিডেন্ট সারোয়ার সানি হোসেন। ব্যাংকের চেয়ারম্যান মনজুর হোসেন, রেমিটেন্স বিভাগের উপ-মহাব্যবস্থাপক মোঃ ফয়েজ আলম, জেআরএফের পরিচালক মাসাহিকু ওতানাবেসহ জেআরএফের অন্য উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০১১ সালে প্রতিষ্ঠিত জাপান রেমিট ফাইন্যান্স কো: লি: (জেআরএফ) জাপানের একটি আন্তর্জাতিক রেমিটেন্স কোম্পানি। জেআরএফের সঙ্গে রূপালী ব্যাংকের রেমিটেন্স ড্রয়িং ব্যবস্থা স্থাপনের ফলে জাপানসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে জেআরএফ এর শাখা অফিস/ এজেন্টের মাধ্যমে প্রবাসী বাংলাদেশীরা রূপালী ব্যাংকের ৫৬৩টি শাখায় তাদের বেনিফিসিয়ারির হিসাবে দ্রুত ও নিরাপদে রেমিটেন্স প্রেরণ করতে পারবেন অথবা গোপন পিন নম্বরের মাধ্যমে স্পট ক্যাশ রেমিটেন্সও প্রেরণ করতে পারবেন। গ্রাহকগণ স্পটক্যাশ রেমিটেন্সের টাকা রূপালী ব্যাংকের যে কোন শাখা থেকে দ্রুত ও নিরাপদে নগদ উত্তোলন করতে পারবেন। ঘরে বসেই ভ্যাট দিতে পারবেন ব্যবসায়ীরা অর্থনৈতিক রিপোর্টার ॥ ভ্যাট পরিশোধে আর কোন ব্যবসায়ীকে যেতে হবে না রাজস্ব অফিসে। থাকবে না ফাইল নিয়ে দৌড়ঝাঁপ, হয়রানি কিংবা অন্য কোন ঝামেলা। পহেলা জুলাই থেকে ঘরে বসেই ভ্যাট পরিশোধ করতে পারবেন তারা। এরই মধ্যে শুরু হয়ে গেছে ইলেক্ট্রনিক বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার বা ই-বিআইএনের নিবন্ধন কার্যক্রম। চলছে কর কর্মকর্তাদের প্রশিক্ষণ। কেমন হবে কাগজপত্র মুক্ত সেই অনলাইন ভ্যাট ব্যবস্থা? মনিটরের সামনে নিবিষ্ট চোখ। চলছে প্রশিক্ষণ। দেশের বিভিন্ন জায়গা থেকে এসেছেন একঝাঁক তরুণ ভ্যাট কর্মকর্তা। পরিচিত হচ্ছেন নতুন অনলাইন ভ্যাট ব্যবস্থার সঙ্গে। আগামী পয়লা জুলাই থেকে কার্যকর হতে যাচ্ছে নতুন অনলাইনে ভ্যাট আদায়। তাই এই প্রশিক্ষণ। অংশগ্রহণকারীরা বলছেন, নতুন ব্যবস্থাপনায় গতি পাবে ভ্যাট আদায়ের দাফতরিক কার্যক্রম। তারা জানান, এটি এই সময়ের জন্য উপযোগী প্রশিক্ষণ। এটিকে খুব ভালভাবে প্রয়োগ করতে পারবেন এবং ব্যবসায়ীরাও ভালভাবে ভ্যাট দিতে পারবেন। এছাড়া ব্যবসায়ীদের কি সেবা দিতে পারবেন এবং তারা কিভাবে উপকৃত হতে পারবেন সেটা জানা যাচ্ছে বলেও মত তাদের। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বলছে, গেল ১৫ মার্চ থেকেই শুরু হয়ে এখন প্রায় শেষের পথে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর ই-বিআইএনের নিবন্ধন কার্যক্রম। প্রায় শেষের দিকে অনলাইন ব্যবস্থাপনার অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা কার্যক্রমও। জাতীয় রাজস্ব বোর্ডের যুগ্ম কমিশনার জাকির হোসেন বলেন, ‘আমরা প্রাযুক্তিকভাবে সম্পূর্ণ প্রস্তুত। আমাদের বিভাগীয় সার্কেল অফিসে কম্পিউটার এবং নেটওয়ার্ক চলে গেছে। সকল অফিসারের আইনের ওপর ট্রেনিং হয়ে গেছে এখন সফটওয়্যারের ওপর ট্রেনিং চলছে।’ ভ্যাট অনলাইন দফতর বলছে, অনলাইন ব্যবস্থায় কোন ব্যবসায়ীকে আসতে হবে না রাজস্ব অফিসে। ঘরে বসেই অনলাইনেই এসএমএস আকারে পাওয়া যাবে রশিদ।
×