ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তিন কোম্পানির পরিচালকের জরিমানা

প্রকাশিত: ০৪:১৯, ১৯ এপ্রিল ২০১৭

তিন কোম্পানির পরিচালকের জরিমানা

যথাসময়ে আর্থিক হিসাব দাখিলে ব্যর্থতার কারণে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তবে স্বতন্ত্র পরিচালকরা এ শাস্তির আওতার বাইরে থাকবে। সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬০১ তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোঃ সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য পাওয়া গেছে। কোম্পানি ৩টি হলো আমান সী ফুড ইন্ডাস্ট্রিজ, রোজ হেভেন বল পেন ইন্ডাস্ট্রিজ ও চিকটেক্স লিমিটেড। কোম্পানি ৩টি ২০১৪-১৫ অর্থবছরের আর্থিক হিসাব দাখিলে ব্যর্থ হয়েছে। একই সঙ্গে ২০১৫-১৬ অর্থবছরের ১ম প্রান্তিকের আর্থিক হিসাব দাখিল করেনি। ফলে কোম্পানির পরিচালকদের জরিমানা করে বিএসইসি। -অর্থনৈতিক রিপোর্টার শেয়ার বিক্রি করবে ফাস ফাইন্যান্সের উদ্যোক্তা শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ইসলামিক ফাইন্যান্সের লিমিটেডের উদ্যোক্তা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, উদ্যোক্তা সাব্বির আহম্মেদের কাছে নিজ প্রতিষ্ঠানের মোট ২৬ লাখ ৫৯ হাজার ৫৭০টি শেয়ার রয়েছে। এর মধ্যে ২ লাখ শেয়ার বিক্রি করবেন তিনি। তিনি বর্তমান বাজার দরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে ব্লক মার্কেটে শেয়ার বিক্রয় সম্পন্ন করবেন বলে জানিয়েছেন। -অর্থনৈতিক রিপোর্টার
×