ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাজার থেকে ১৫০ কোটি টাকা তুলবে এস্কয়ার নিট কোম্পোজিট

প্রকাশিত: ০৪:১৯, ১৯ এপ্রিল ২০১৭

বাজার থেকে ১৫০ কোটি টাকা তুলবে এস্কয়ার নিট কোম্পোজিট

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজার থেকে ১৫০ কোটি টাকা উত্তোলন করবে এস্কয়ার নিট কোম্পোজিট লিমিটেড। এই টাকা দিয়ে কোম্পানিটি অবকাঠামোগত উন্নয়ন করবে। বাজারে তালিকাভুক্তির উদ্দেশে কোম্পানিটি বুক বিল্ডিং পদ্ধতিতে রোড শোর আয়োজন করে। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে এই রোড শো অনুষ্ঠিত হয়। এই কোম্পানিটির রোড শোতে কোম্পানিটির ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরা হয়। এই রোড শোতে অংশ নেয় মার্চেন্ট ব্যাংকার্স এ্যান্ড পোর্টফোলিও ম্যানেজার, এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, মিউচুয়াল ফান্ড, স্টক ডিলারস, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড ম্যানেজার, অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড, রিকগনাইজড পেনশন এ্যান্ড প্রভিডেন্ড ফান্ড এবং কমিশনের অনুমোদিত অন্যান্য প্রতিষ্ঠান। কোম্পানিটিকে আইপিওতে আনতে ইস্যু ম্যানেজারের দায়িত্ব নিয়েছে প্রাইম ফিন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। প্রাথমিক গণপ্রস্তাবের জন্য প্রস্তুতকৃত তথ্য বিবরণীতে বলা হয়েছে, কোম্পানিটি বাজার থেকে মোট ১৫০ কোটি টাকা তুলতে চায়। এই টাকার মাধ্যমে কোম্পানিটি ১০০ কোটি ৪২ লাখ টাকা দিয়ে ভবন নির্মাণ, ২১ কোটি ২৩ লাখ টাকা দিয়ে ইয়ার্ন ডাইং মেশিন ক্রয়, ২১ কোটি ৯১ লাখ টাকা দিয়ে ওয়াশিং প্লান্ট মেশিন ক্রয় ও বাকি ৬ কোটি ৪৪ লাখ টাকা আইপিও বাবদ খরচে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। কোম্পানিটির ২০১৬ সালের ৬ মাসের (জুলাই-ডিসেম্বর) ব্যবসায় ১৯৬ কোটি ৭ লাখ টাকা আয় করেছে। আর নিট মুনাফা হয়েছে ১৫ কোটি ৫৫ লাখ টাকা। এ সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৫ পয়সা। আর ২০১৬ সালের ৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৪ টাকা ২৬ পয়সা।
×