ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজার চাঙ্গা রাখতে আয়কর মওকুফের প্রস্তাব

প্রকাশিত: ০৪:১৯, ১৯ এপ্রিল ২০১৭

পুঁজিবাজার চাঙ্গা রাখতে আয়কর মওকুফের প্রস্তাব

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারকে চাঙ্গা রাখার জন্য পাবলিক ট্রেডেড কোম্পানির দেয়া আয়করের ওপর রিবেট (মওকুফ) প্রদানের নিয়ম ফের চালু করার প্রস্তাব করেছে বাংলাদেশ অটো বিস্কুট এ্যান্ড ব্রেড ম্যানুফ্যাকচারার্স এ্যাসোসিয়েশন (বিএবিবিএমএ)। মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড সম্মেলন কক্ষে ২০১৭-১৮ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় বিএবিবিএমএর সভাপতি মোঃ সফিকুর রহমান ভূঁইয়া এ সুপারিশ করেন। তিনি বলেন, ২০১৪-১৫ অর্থবছর পাবলিক ট্রেডেড কোম্পানির ৩০ শতাংশ বা তার অধিক হারে নগদ লভ্যাংশ প্রদানসহ আরও কিছু নিয়ম পালন সাপেক্ষে প্রদেয় আয়করের ওপর ১০ শতাংশ হারে রিবেট সুবিধা দেয়া হতো। কিন্তু গত অর্থবছর তা প্রত্যাহার করা হয়। সফিকুর রহমান বলেন, যদি পাবলিকলি ট্রেডেড কোম্পানিসমূহ অধিকহারে নগদ লভ্যাংশ প্রদান করে তাহলে মানুষ অধিকহারে পুঁজিবাজারে বিনিয়োগে উৎসাহিত হবে এবং পুঁজিবাজার চাঙ্গা হবে। পাবলিক ট্রেডেড কোম্পানির আয়কর কমানোর সুপারিশ করে সফিকুর রহমান ভূঁইয়া বলেন, বর্তমানে পাবলিক ট্রেডেড কোম্পানিকে মোট আয়ের ওপর ২৫ শতাংশ হারে আয়কর প্রদান করতে হয়। পুঁজিবাজারকে উৎসাহিত করতে প্রাইভেট লিমিটেড কোম্পানি ও পাবলিক লিমিটেড কোম্পানিসমূহকে অধিকহারে পাবলিকলি ট্রেডেড কোম্পানিতে রূপান্তরে উৎসাহিত করতে হবে। এ জন্য পাবলিকলি ট্রেডেড কোম্পানির আয়কর ২২.৫০ শতাংশ করার সুপারিশ করেন তিনি।
×