ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

একদিন পরেই পুঁজিবাজারে সূচকের পতন

প্রকাশিত: ০৪:১৮, ১৯ এপ্রিল ২০১৭

একদিন পরেই পুঁজিবাজারে সূচকের পতন

অর্থনৈতিক রিপোর্টার ॥ এক কার্যদিবস পরেই মঙ্গলবার আবার দেশের শেয়ারবাজারে দরপতন ঘটেছে। মূল্যসূচকের সঙ্গে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে লেনদেনের পরিমাণ। এর আগে টানা আট কার্যদিবস দরপতনের পর সোমবার মূল্যসূচক ও লেনদেন কিছুটা বেড়েছিল। মঙ্গলবার দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৪ পয়েন্ট কমে ৫ হাজার ৫৭১ পয়েন্টে দাঁড়িয়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৭০৫ কোটি ৭১ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৭৬০ কোটি ৮২ লাখ টাকা। অর্থাৎ লেনদেন আগের দিনের তুলনায় কমেছে ৫৫ কোটি ১১ লাখ টাকা বেশি। মূল্য সূচক ও লেনদেন কমার সঙ্গে এদিন ডিএসইতে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের মূল্য কমেছে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২০৪টি প্রতিষ্ঠানেরই শেয়ারের দরপতন হয়েছে। অপরদিকে দাম বেড়েছে ৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির দাম। টাকার অংকে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লংকাবাংলা ফাইন্যান্সের শেয়ার। এদিন কোম্পানির ৭৬ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা বিডিকমের ১৯ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৮ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে সিটি ব্যাংক। লেনদেনে এরপর রয়েছে- এসপিসিএল, রিজেন্ট টেক্সটাইল, আইডিএলসি, জাহিন স্পিনিং, বেক্সিমকো, অগ্নি সিস্টেম এবং আরএসআরএম স্টিল। অপর শেয়ারবাজার সিএসইতে সিএসসিএক্স সূচক ৪৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০ হাজার ৪৬৩ পয়েন্টে। বাজারটিতে ৪৪ কোটি ৯২ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয় ৫২ কোটি ২৫ লাখ টাকা। মঙ্গলবার সিএসইতে লেনদেন হওয়া ২৪০টি ইস্যুর মধ্যে দাম বেড়েছে ৭২টির, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির দাম।
×