ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:০২, ১৮ এপ্রিল ২০১৭

টুকরো খবর

তুচ্ছ ঘটনায় সংঘর্ষ ॥ আহত ৭ নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১৭ এপ্রিল ॥ বাউফলের নওমালা নগরের হাট এলাকায় একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। ভাংচুর করা হয়েছে বসতঘর ও ব্যবসা প্রতিষ্ঠান। এ ঘটনায় সাতজন আহত হয়েছে। আহতদের মধ্যে রুমান নামে এক কিশোরকে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, রবিবার বিকেলে ওই এলাকার সাইদুলের সঙ্গে একই এলাকার রুমানের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এর জের ধরে সন্ধ্যার দিকে রুমানের ওপর হামলা চালায় সাইদুল ও তার স্বজনরা। এ সময়ে হামলাকারীরা নওমালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন বিশ্বাসের বাড়ি ও দোকানে হামলা চালায়। এরপর রাত ৯টা ও ১২টার দিকে দুই দফায় রুমানের স্বজনরা সাইদুলের বড় ভাই আরমান হোসেন শাহীনের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। দু’পক্ষের সংঘর্ষ ॥ নিহত ১, আহত ১৫ নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ১৭ এপ্রিল ॥ মুকসুদপুর উপজেলার গঙ্গারামপুর এলাকায় সংঘর্ষে একজন নিহত ও ১৫ জন আহত হয়েছে। জানা গেছে, মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের বর্তমান নজু মেম্বার ও সাবেক মান্দার মেম্বারের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ বাধে। বেলা ১১টার দিকে অস্ত্রশস্ত্র নিয়ে দু’পক্ষের সংঘর্ষ শুরু হলে প্রতিপক্ষের আঘাতে উভয়পক্ষের ১৫ জন আহত হয়। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আউয়াল মাতব্বর (৩৫) নামে একজনকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জলিরপাড় পুলিশ ফাঁড়ির এসআই জামাল জানিয়েছেন, পূর্বশত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। টেকনাফে ইয়াবা বিক্রেতা-বিজিবি গুলিবিনিময় স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফে বিজিবি-ইয়াবা বিক্রেতাদের মধ্যে গুলিবিনিময়ের ঘটনায় এক ইয়াবা বিক্রেতা গুলিবিদ্ধ ও ৩ বিজিবি সদস্য আহত হয়েছে। এ সময় ১ লাখ ৫০ হাজার ইয়াবা ও দুই রাউন্ড কার্তুজসহ তিন মিয়ানমার নাগরিক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। নাইট্যংপাড়া ফরেস্ট রেস্ট হাউস বরাবর নাফ নদীতে সোমবার ভোরে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তের হামলা ॥ মা-শিশুসহ আহত তিন নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ১৭ এপ্রিল ॥ কুষ্টিয়ায় দুর্বৃত্তরা হামলা চালিয়ে মা ও শিশুসহ একই পরিবারের ৩ জনকে আহত করেছে। এরা হলো সুমি খাতুন (২৭), তার শিশুপুত্র সজল (১০) ও ছোট বোন রুমি খাতুন (২২)। আশঙ্কাজনক অবস্থায় তাদের কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার গভীর রাতে জেলা সদর উপজেলার বারখাদা ত্রিমোহনী এলাকার জনৈক নজরুল ইসলামের বাড়িতে ঢুকে দুর্র্বৃত্তরা এ হামলা চালায়। ৫ শ্রমিক নিহত মামলার চার্জ গঠন পিছিয়েছে নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ১৭ এপ্রিল ॥ সোমবার মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ আরাফাত হোসেনের আদালতে বিএনপি জামায়াত নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল অবরোধ চলাকালে দুর্বৃত্তদের পেট্রোল বোমায় ৫ বালু শ্রমিক নিহতের ঘটনার মামলার চার্জ গঠন আবার পিছিয়েছে। মামলার পরবর্তী দিন ধার্য হযেছে ৫ জুন। ৪০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মিরেশ্বরাই এলাকায় একতা ফাইবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে ৪০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মোঃ জাহাঙ্গীর হোসেন নামে এক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। পৌর কাউন্সিলরের বিরুদ্ধে হত্যা মামলা স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ নিশিন্দারা এলাকায় সন্ত্রাসী হামলায় হজরত আলী ম-ল খুন হওয়ার ঘটনায় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জহুরুল ইসলামকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়েছে। তবে সোমবার পর্যন্ত এ মামলায় কেউ গ্রেফতার হয়নি। রবিবার দুপুরে ১৬নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ের সামনে নিশিন্দারা ম-লপাড়ার হজরত আলী সন্ত্রাসী হামলায় নিহত হন। তাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। সংবাদপত্র হকার্স ইউনিয়নের নির্বাচন স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের ত্রি-বাষিক নির্বাচনে আনোয়ার-শহিদুল পরিষদ প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেছেন। রবিবার খুলনা প্রেসক্লাবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে ১১টি পদে দুটি প্যানেলে মোট ২২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ঘোষিত ফল অনুযায়ী পুনরায় আনোয়ার হোসেন সরদার সভাপতি, শহিদুল ইসলাম তালুকদার সাধারণ সম্পাদক, হুমায়ুন কবির কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সভাপতির দুইটি পদে সৈয়দ আলম গুড্ডু ও আবুল বারেক মৃধা, দুইটি সহ-সাধারণ সম্পাদক পদে মিন্টু গাজী ও জাহাঙ্গীর হোসেন গাজী, সাংগঠনিক সম্পাদক পদে খায়রুল ইসলাম তালুকদার, প্রচার সম্পাদক ফারুক হোসেন জীবন, দফতর সম্পাদক বাবুল হোসেন হাওলাদার এবং কার্যনির্বাহী সদস্য পদে খলিলুর রহমান ফারাজী জয়লাভ করেছেন। কালিয়াকৈরে অগ্নিকা- স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ কালিয়াকৈরে রবিবার রাতে অগ্নিকা-ে ২৫টি বসতঘর ও ১৫টি দোকান পুড়ে গেছে। পরে কালিয়াকৈর ও ঢাকা ইপিজেড ফায়ার স্টেশনের চারটি ইউনিটের কর্মীরা আগুন নেভায়। জানা গেছে, কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা এলাকার শুকুর আলীর দোকানে রবিবার মধ্যরাতে বৈদ্যুতিক গোলযোগ থেকে প্রথম আগুনের সূত্রপাত হয়। রাঙ্গামাটি নিজস্ব সংবাদদাতা রাঙ্গামাটি থেকে জানান, রাঙ্গামাটি পার্বত্য জেলার শিল্প এলাকা কাপ্তাই উপজেলার নয়া বাজার কেপিএম টিলায় সোমবার দুপুরে ভয়াবহ অগ্নিকা-ে অর্ধশতাধিক বসতবাড়ি ভস্মীভূত হয়েছে। দুপুর সাড়ে ১২টার সময় রান্না ঘরের চুলার আগুন থেকে অগ্নিকা-ের সূত্রপাত হয়।
×