ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যশোরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি

প্রকাশিত: ০৬:০১, ১৮ এপ্রিল ২০১৭

যশোরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে কৃষ্ণপদ সরকার নামে এক ব্যক্তিকে মৃত্যুদ-াদেশ দিয়েছেন যশোরে একটি আদালত। সোমবার যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) অমিত কুমার দে এই সাজা দেন। সংশ্লিষ্ট আদালতের পিপি ইদ্রিস আলী জানান, কেশবপুর উপজেলার নারায়ণপুর এলাকার শান্তিরাম সরকারের ছেলে কৃষ্ণপদ সরকার ওরফে কেষ্ট ২০০৩ সালের পহেলা এপ্রিল তার স্ত্রী আন্না সরকারকে যৌতুকের কারণে পিটিয়ে হত্যার পর গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দেয়। এ ঘটনায় নিহতের ভাই একই জেলার শার্শা উপজেলার ভবেরবেড় এলাকার জ্যোতিষচন্দ্র রায় বাদী হয়ে ৩ মে কেশবপুর থানায় একটি মামলা করেন। মামলায় কৃষ্ণপদ, তার মা করুণা কর্মকার এবং ভূপতি কর্মকারের ছেলে পঞ্চানন কর্মকারকে আসামি করা হয়। সাক্ষ্য-প্রমাণ শেষে দোষী প্রমাণিত হওয়ায় কৃষ্ণপদকে মৃত্যুদ-াদেশ ও এক লাখ টাকা জরিমানা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) অমিত কুমার দে। দোষ প্রমাণ না হওয়ায় করুণা সরকার ও পঞ্চানন সরকারকে বেকসুর খালাস দেয়া হয়। সাজাপ্রাপ্ত কৃষ্ণপদ সরকার পলাতক রয়েছে। চাঁপাইয়ে যুবকের ১৪ বছর দ- স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ অস্ত্র মামলায় এক যুবককে ১৪ বছর সশ্রম কারাদ- প্রদান করেছেন আদালত। স্পেশাল ট্রাইব্যুনাল-২ এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ জিয়াউর রহমান সোমবার দুপুরে এ রায় প্রদান করেন। দ-প্রাপ্ত হচ্ছেন শিবগঞ্জ উপজেলার সুন্দরপুর গ্রামের হেনার ছেলে আঙ্গুর। জানা যায়, ২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর শিবগঞ্জের মনাকষা মোড়ে পুলিশের নিয়মিত টহলের সময় তল্লাশি চালিয়ে একটি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলিসহ আঙ্গুরকে হাতেনাতে আটক করা হয়। ওই দিনই শিবগঞ্জ থানায় এসআই আবুল কালাম আজাদ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেন। বাঘের হামলায় মৌয়াল নিহত স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মাহমুদা নদী সংলগ্ন এলাকায় বাঘের আক্রমণে রুহুল আমিন শেখ (৩৫) নামে মৌয়াল নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন নিহত রুহুল আমিনের ভাই হোসেন শেখ। নিহত ও আহত সহোদর শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনিমুখা গ্রামের মালেক শেখের ছেলে। সোমবার ভোরে সুন্দরবনের মাহমুদা নদী সংলগ্ন ডিঙ্গিমারী খালে এ ঘটনাটি ঘটে। দুপুর ১২টার দিকে নিহত ও আহত দুই ভাইকে উদ্ধার করে বনবিভাগের সদস্যরা। শ্যামনগরের গাবুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুদুল আলম জানান, তারা দুই ভাই বুড়িগোলিনি ফরেষ্ট অফিস থেকে পাশ নিয়ে সুন্দরবনের মধু আহরণের জন্য যায়। সোমবার ভোরে মাহমুদা নদী সংলগ্ন ডিঙ্গিমারী খালে মধু আহরণের সময় রুহুল আমিন শেখকে বাঘে ধরে সুন্দরবনের গহীনে নিয়ে যায়। ভাইয়ের লাশ উদ্ধার করতে গিয়ে হোসেন শেখও আহত হন। পরে বনবিভাগ ও জেলে-মৌয়ালরা একত্রিত হয়ে রুহুল আমিনের লাশ ও তার ভাই হোসেন শেখকে আহত অবস্থায় উদ্ধার করে।
×