ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বগুড়ায় বাস খাদে ॥ নিহত তিন

প্রকাশিত: ০৬:০০, ১৮ এপ্রিল ২০১৭

বগুড়ায় বাস খাদে ॥ নিহত তিন

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ শেরপুরে রবিবার গভীর রাতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজন নিহত ও কমপক্ষে ২০ জন আহত আহত হয়েছে। নিহতরা হলেনÑ গাইবান্ধার সাঘাটার ম-লপাড়ার তারেক (২৭) ও করিম (২৫) এবং খেয়ার ঘাট এলাকার সাইফুল ইসলাম (৩৫)। দুর্ঘটনায় আহতদের মধ্যে ১৫ জনকে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, গাইবান্ধা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া নিউ সেফা পরিবহনের যাত্রীবাহী বাস রাত ১টার দিকে শেরপুরের সিমাবাড়ি বগুড়া বাজার এলাকায় চালক বাসের নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে মহাসড়কের পশ্চিমপাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। খবর পেয়ে শেরপুর ও পাশের রায়গঞ্জ উপজেলা থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট পুলিশের সঙ্গে ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টাব্যাপী উদ্ধার তৎপরতা চালায়। ফটিকছড়িতে শিশু নিজস্ব সংবাদদাতা ফটিকছড়ি থেকে জানান, নারায়ণহাট ইউনিয়নের নারায়ণহাট বাজার এলাকায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় সরকারী প্রাথমিক স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী অনিকা (৯) সড়ক অতিক্রম করার সময় ট্রাকের নিচে পিষ্ট হয়ে প্রাণ হারায়। সে একই ইউনিয়নের বাদুরখীল গ্রামের দুলাল মিয়ার মেয়ে। এ ব্যাপারে, ভুজপুর থানায় মামলা করা হয়েছে। নরসিংদীতে কলেজছাত্রী নিজস্ব সংবাদদাতা নরসিংদী থেকে জানান, দ্রুতগামী বাসের চাপায় শারমিন আক্তার (১৮) নামে এক কলেজ ছাত্রী নিহত হয়েছে। ঢাকা সিলেট মহাসড়কের বেলাব উপজেলার দড়িকান্দীতে সোমবার সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে। জানা গেছে রায়পুরা উপজেলার বড়চর গ্রামের নুরুল ইসলামের মেয়ে শারমিন আক্তার এইচএসসি পরীক্ষা দেয়ার জন্য বেলাব উপজেলার নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল। দড়িকান্দী বাসস্ট্যান্ডের পাশে মহাসড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এ সময় আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় শারমিনকে ভৈরব হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু ঘটে। এ খবর নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয় ছড়িয়ে পড়লে বেলা ১২টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে কয়েকটি বাস ভাংচুর করে। এ সময় মহাসড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়।
×