ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যে হাসপাতালে খৎনা করে সুইপার পিয়ন

প্রকাশিত: ০৫:৫৯, ১৮ এপ্রিল ২০১৭

যে হাসপাতালে খৎনা করে সুইপার পিয়ন

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে পেকুয়া সরকারী হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা এ হাসপাতাল থেকে কাক্সিক্ষত সেবা পাচ্ছেন না বলে জানা গেছে। দুপুরে খাবারের পর হাসপাতালে কোন ডাক্তারের দেখা মেলা ভার। জরুরী বিভাগের বেডে প্রায় সময় খৎনার অপারেশন করিয়ে থাকে সুইপার ও পিয়ন। রবিবার দুপুরেও এক শিশুকে খৎনার অপারেশন করিয়েছে সুইপার মোঃ ইউনুছ ও এমএলএসএস জসিম উদ্দিন। এতে হাসপাতালে চিকিৎসা সেবা নিতে এসে অনেকে রোগী হয়ে বাড়ি ফিরছে বলে অভিযোগ রয়েছে। রবিবার বেলা ১২টায় পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে দেখা গেছে, ওষুধ কোম্পানির এক প্রতিনিধির সঙ্গে খোশগল্পে মত্ত দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার। এ সময় জরুরী বিভাগে কোন চিকিৎসক নেই। তবে দায়িত্বপ্রাপ্ত ডাক্তার না থাকলেও জরুরী বিভাগের বেডে এক শিশুকে খৎনার অপারেশন করানো হচ্ছিল। ওই শিশুর অভিভাবক জানান, তার ছেলেকে খৎনা করার জন্য নিয়ে আসা হয় পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে। ডাক্তার চিকিৎসা সেবা না দিয়ে সুইপারকে খৎনার কাজ সেরে দেয়ার নির্দেশ দেন। সুইপার ইউনুছ ও পিয়ন জসিম খৎনার কাজে বেশ অভিজ্ঞ দাবি করে পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ মুজিবুর রহমান জানান, হাসপাতালে ডাক্তার সঙ্কটের কারণে পিয়ন-সুইপার ওই কাজ করছে। অভিজ্ঞতা আছে বলেই তারা ছোটখাটো কিছু অপারেশন করে থাকে। ১০ জাতের ধান উদ্ভাবনের কাজ চলছে ব্রিতে কর্মশালা স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) ১০টি উচ্চ ফলনশীল ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবনসহ প্রতিষ্ঠানের গবেষণা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বেশকিছুু উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এসব কার্যক্রম বাস্তবায়নের জন্য ২১০ কোটি টাকার বাজেট নির্ধারণ করা হয়েছে। গাজীপুরস্থিত ব্রি অডিটরিয়ামে সোমবার সকালে ‘ব্রির ভৌত সুবিধাদি ও গবেষণা কার্যক্রম বৃদ্ধিকরণ’ শীর্ষক প্রকল্পের পরিচিতি কার্যক্রম ও গবেষণা কর্মশালায় এসব তথ্য জানানো হয়। এছাড়া এ প্রকল্পের মাধ্যমে গোপালগঞ্জ ও সিরাজগঞ্জে ব্রির দুুটি নতুন আঞ্চলিক কার্যালয় স্থাপনসহ গাজীপুরে প্রতিষ্ঠানটির সদর দফতর ও অন্যান্য আঞ্চলিক কার্যালয়ের ব্যাপক উন্নয়ন কাজ হাতে নেয়া হয়েছে। ব্রির মহাপরিচালক ড. ভাগ্য রানী বণিকের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফজলে ওয়াহেদ খোন্দকার। বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা উইংয়ের যুগ্ম প্রধান আনোয়ার হোসেন। ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. শাহজাহান কবীর স্বাগত ভাষণ দেন এবং অনুষ্ঠানে ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন ব্রির পরিচালক (গবেষণা) ড. আলী।
×