ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অনুর্ধ ১৮ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ

২৩ এপ্রিল থেকে চূড়ান্ত পর্ব শুরু

প্রকাশিত: ০৫:৫৭, ১৮ এপ্রিল ২০১৭

২৩ এপ্রিল থেকে চূড়ান্ত পর্ব শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ অনুর্ধ ১৮ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রাথমিক পর্বের খেলা ইতোমধ্যেই শেষ হয়েছে। এখন বাকি চূড়ান্ত পর্বের খেলা। যা শুরু হবে আগামী ২৩ এপ্রিল থেকে, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। চূড়ান্ত পর্বে যে ৮ দল খেলবে- বিকেএসপি, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, রংপুর, রাজশাহী, সাতক্ষীরা এবং সিলেট। দুটি সেমিফাইনাল হবে ৩০ এপ্রিল। এরপর ফাইনাল হবে ৪ মে। টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের স্পন্সর ওয়ালটন। সোমবার তাদের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এরপর হয় টুর্নামেন্টের লোগো উন্মোচন। এতে উপস্থিত ছিলেন ওয়ালটনের হেড অব স্পোর্টস এ্যান্ড ওয়েলফেয়ার এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, বাফুফে সহ-সভাপতি ও কম্পিটিশন্স কমিটির চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মহি, বাফুফে সদস্য ইলিয়াস হোসেন এবং বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। আগামী দুই-তিনদিনের মধ্যেই অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্বের গ্রুপিং ড্র। বাফুফে আশা করছে এখান থেকে আগামী দিনে কিছু ফুটবলার পাবে জাতীয় দল। আর এখান থেকে বের হয়ে আসা ৩০ প্রতিভাবান ফুটবলারকে নিয়ে দীর্ঘ মেয়াদী ক্যাম্প করা হবে। গত ৯ মার্চ থেকে সারাদেশের আট জোনে দেশের ৬৪ জেলা, পাঁচটি শিক্ষা বোর্ড, ছয় বিশ্ববিদ্যালয় এবং বিকেএসপি অংশ নেয় এই আসরে। প্রতি দল গ্রুপে কমপক্ষে তিন করে ম্যাচ খেলে। শুরুতেই খেলা নকআউট পদ্ধতিতে হয়নি। চ্যাম্পিয়ন দল পাবে এক লাখ এবং রানার্সআপ দল পাবে ৫০ হাজার টাকা করে অর্থ পুরস্কার। টুর্নামেন্টের বাজেট প্রায় ৮০ লাখ টাকা। ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে চূড়ান্তপর্বের সর্বোচ্চ গোলদাতা ও ফাইনালের ম্যাচসেরাকে ৩২ ইঞ্চি ওয়ালটন এলইডি টিভি দিয়ে উৎসাহিত করা হবে। এ ছাড়া প্রত্যেক ম্যাচের ম্যাচসেরাকেও ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে উৎসাহিত করা হবে। ফকিরেরপুলের আবদার মেনে নিল বাফুফে স্পোর্টস রিপোর্টার ॥ ক্লাব চ্যাম্পিয়নশিপ লীগে চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ার লীগে উঠেছে। এত খুশির খবর। কিন্তু ফকিরেরপুল ইয়ংমেন্স কর্মকর্তাদের এতে মাথায় হাত। কেননা ক্লাবের ফান্ডে টাকা নেই। ফলে ভাল খেলোয়াড় সংগ্রহ করা যাবে না। এদিকে প্রিমিয়ার লীগের দল বদলও শুরু হয়ে গেছে। জুনেই লীগ শুরু। ফলে ফকিরেরপুল ক্লাব কর্তৃপক্ষ বাফুফের কাছে আবেদন করেছিল তারা প্রিমিয়ার লীগে খেলতে চায় না, বরং চ্যাম্পিয়নশিপ লীগেই খেলতে আগ্রহী। তাদের এমন অদ্ভুত আবদারও মেনে নিয়েছে বাফুফে। সোমবার বাফুফের কার্যনির্বাহী কমিটির জরুরী সভায় এমনই সিদ্ধান্ত গৃহীত হয়। দেশের ফুটবল ইতিহাসে যা বিরল ঘটনা। শুধু তাই নয়, প্রমোশন বাইন্ডিংয়ের আওতাভুক্ত ক্লাবটির ১১ ফুটবলারকে ‘মুক্ত খেলোয়াড়’ হিসেবে গণ্য করা হবে বলে সিদ্ধান্ত নেয় বাফুফে। কাল চীন যাচ্ছে জাতীয় নারী ফুটবল দল স্পোর্টস রিপোর্টার ॥ বিদ্যা অর্জনের জন্য সুদূর চীনেও যাওয়া যায়। বাংলাদেশ অনুর্ধ ১৬ মহিলা দলও চীনে যাচ্ছে। এবং ফুটবল বিদ্যা অর্জনের জন্য। পরিষ্কার করে বললে কিছু প্রস্তুতি ম্যাচ খেলতে। এ উপলক্ষে আগামী বুধবার ঢাকা ছাড়বে গোলাম রব্বানী ছোটনের শিষ্যারা। এবার চীনে মোট চার ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এর মধ্যে দুটি ম্যাচ চায়না ফুটবল এ্যাসোসিয়েশনের সঙ্গে এবং দুটি সামসি রিজিওনাল ফুটবল টিমের সঙ্গে। চায়না ফুটবল এ্যাসোসিয়েশনের দলটি অনুর্ধ ১৪ বয়সী। তবে এখনও ম্যাচের সিডিউল নিশ্চিত করে জানাতে পারেনি বাফুফে। সাবেক ফুটবলার হেলালের সফল অস্ত্রোপচার স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় দলের সাবেক ফুটবলার এবং আবাহনী লিমিটেডের পরিচালক গোলাম রাব্বানী হেলালের ওপেন হার্ট সার্জারি হয়েছে সোমবার দুপুরে থাইল্যান্ডের ব্যাঙ্ককের রামখামহেং হাসপাতালে। তিনি ওখানে মার্চের প্রথম সপ্তাহ থেকেই চিকিৎসাধীন ছিলেন। প্রথমে তাকে ভর্তি করা হয়েছিল ঢাকার একটি হাসপাতালে। কিডনি ও হৃদরোগে আক্রান্ত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এই সাবেক সদস্য হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকার পর তাকে নিয়ে যাওয়া হয় ব্যাঙ্ককে। মহাখালীর বড় জয় স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকা মহানগরী সিনিয়র ডিভিশন ফুটবল লীগে বড় জয় কুড়িয়ে নিয়েছে মহাখালী একাদশ। সোমবার কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় তারা ৪-০ গোলে হারায় সাধারণ বীমা ক্রীড়া সংঘকে। বিজয়ী দলের মোঃ ফজল এবং তৌফিক আহমেদ শিপন জোড়া গোল করেন। একই ভেন্যুতে অনুষ্ঠিত অপর ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবকে ২-১ গোলে হারায় পিডব্লিউডি স্পোর্টিং ক্লাব। জয়ী দলের আরাফাত মিয়া এবং সুমন সাজিদ ও বিজিত দলের মোঃ খোকন ১টি করে গোল করেন।
×