ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বার্সিলোনায় ক্যারিয়ার শেষ করতে চান না ব্রাজিলিয়ান সুপারস্টার

আরেকটি রূপকথার স্বপ্ন নেইমারের

প্রকাশিত: ০৫:৫৬, ১৮ এপ্রিল ২০১৭

আরেকটি রূপকথার স্বপ্ন নেইমারের

স্পোর্টস রিপোর্টার ॥ এবার চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলো থেকেই বিদায়ঘণ্টা বাজার আশঙ্কা ছিল বার্সিলোনার। প্রথম লেগে ফরাসী ক্লাব পিএসজির কাছে ৪-০ গোলে হেরে সে শঙ্কাই সৃষ্টি হয়েছিল। কিন্তু দ্বিতীয় লেগে রীতিমতো অবিশ্বাস্য কা- ঘটায় কাতালানরা। ন্যুক্যাম্পে পিএসজিকে ৬-১ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালের টিকেট পায় বার্সা। ওই ম্যাচে মূলত নেইমারের পারফর্মেন্সে ভর করেই অসাধ্য সাধন করেছিল লুইস এনরিকের দল। শেষ আটে এসেও একই সমীকরণের সামনে দাঁড়িয়ে মেসি-নেইমার-সুয়ারেজরা। কেননা তুরিনে গিয়ে প্রথম লেগে ৩-০ গোলে হেরে এসেছে বার্সা। বুধবার ফিরতি লেগ নিজেদের মাঠে খেলবে তারা। সেমিফাইনাল খেলতে হলে আরও একবার রূপকথার জন্ম দিতে হবে কাতালানদের। আর তা সম্ভব বলে মনে করছেন দলটির ব্রাজিলিয়ান তারকা নেইমার। পিএসজির কাছে বাজে হারের পর মন ভেঙ্গে গিয়েছিল বার্সা সমর্থকদের। নড়ে গিয়েছিল খেলোয়াড়, কোচ, কর্মকর্তাদের আত্মবিশ্বাসের দেয়াল। কিন্তু সেটি রূপকথার গল্প লিখতে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। একজনের জন্য তো ম্যাচটি আজীবন মনে রাখার মতো। তিনি নেইমার। পিএসজিকে ফিরতি লেগে বিধ্বস্ত করার মূল কারিগর। জুভেন্টাসের বিপক্ষে কোয়ার্টারে আবার একই পরিস্থিতির সামনে বার্সা। নেইমারের বিশ্বাস, এবারও দুর্দান্ত প্রতাপেই ফিরে আসবে বার্সা। লিখবে আরেকটি রূপকথা। নেইমার বলছেন, মাত্র ১ শতাংশ সম্ভাবনাকে ১০০’তে টেনে নেয়ার ক্ষমতা আছে তার দলের। সাক্ষাতকারে ব্রাজিলিয়ান সুপারস্টার বলেন, আমরা বিশ্বাস করি আমরা পারব। হয়তো কোন দল থেকে আমরা পিছিয়ে থাকতে পারি, কিন্তু বার্সিলোনা সেই আগের মতোই আছে। কোন একটি দল যদি এই ধরনের পরিস্থিতি থেকে বের হয়ে আসতে পারে, সেটা কেবল বার্সিলোনাই। আরেকটি রূপকথার জন্ম দেয়া সম্ভব কিনা এই প্রশ্নে নেইমারের সোজাসাপ্টা জবাব। বলেন, যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আরেকটি রূপকথা লেখা খুব সম্ভব। আমি জানি আমার দল কি করতে পারে। তবে প্রতিপক্ষ এবং নিজেদের সম্ভাবনা সম্পর্কে ভালই ধারণা আছে নেইমারের। তিনি বলেন, জুভেন্টাস খুবই শক্তিশালী দল, ভাল মতোই সংগঠিত। আমাদের পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা মাত্র ১ শতাংশ, বাকি ৯৯ শতাংশ হলো কাজ, ভাগ্য আর সৃষ্টিকর্তার ইচ্ছার উপর। সে সামর্থ্যটা ভালভাবেই আছে বার্সার। তার মতে, যেকোন দলের বিপক্ষে পিছিয়ে থেকেও আমরা ফিরে আসার ক্ষমতা রাখি। সবকিছু ঠিক থাকলে আরেকবার ফিরে আসা সম্ভব। আমার দলের ওপর বিশ্বাস আছে। সবকিছুই শেষ হয়ে গেছে। এ কারণে আমাদের হারানোর কিছু নেই, এখন আমাদের সামনে শুধু জয়ের সম্ভাবনা। বার্সা কোচ লুইস এনরিকেও মনে করছেন, এটা সম্ভব। তিনি বলেন, আমাদের শুধু বিশ্বাস রাখতে হবে যে আমরা এটা পারব। প্রথম লেগের পর যেকোন দলের চেয়ে আমরা পিছিয়ে থাকতেই পারি। কিন্তু বার্সিলোনা সব পারে। সব ঠিক থাকলে আরও একটা স্মরণীয় প্রত্যাবর্তন সম্ভব। এদিকে আরেক খবরে জানা গেছে, বার্সিলোনায় ক্যারিয়ার শেষ করবেন না নেইমার। ব্রাজিলিয়ান ক্লাবে ক্যারিয়ার শেষ করতে চান তিনি। সান্টোস থেকে উত্থান হলেও নেইমার অবশ্য এই ক্লাব থেকে অবসর নিতে চান না। তিনি ফ্লামেঙ্গো ক্লাব থেকে অবসর নিতে চান বলে জানা গেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের উদ্ধৃতিতে।
×