ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইপিএলে জমে উঠেছে শিরোপার লড়াই

প্রকাশিত: ০৫:৫৬, ১৮ এপ্রিল ২০১৭

ইপিএলে জমে উঠেছে শিরোপার লড়াই

স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে চেলসিকে হারালেন জোশে মরিনহো। নিজেদের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে রবিবার তার দল ম্যানচেস্টার ইউনাইটেড ২-০ গোলে হারিয়েছে ইংলিশ প্রিমিয়ার লীগের শীর্ষে থাকা ব্লুজদের। তার সাবেক ক্লাবের বিপক্ষে এই জয়ের ফলে প্রিমিয়ার লীগের শিরোপার লড়াইটাও জমে উঠেছে। ইংলিশ ফুটবলের সবচেয়ে সফল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড গুরুত্বপূর্ণ ম্যাচে এদিন আলো ছড়িয়েছেন এ্যান্ডার হেরেরা এবং মার্কাস রাশফোর্ড। এই দুজনেই চেলসির বিপক্ষে গোল দুটি করেছেন। প্রিমিয়ার লীগে চলতি মৌসুমে বাকি রয়েছে আর মাত্র ছয় ম্যাচ। এই পরাজয়ে দ্বিতীয় স্থানে থাকা টটেনহ্যাম হটস্পারের চেয়ে চেলসি মাত্র চার পয়েন্ট দূরে রয়েছে। শেষ চার ম্যাচে এন্তনিও কন্টের দল এই নিয়ে দ্বিতীয় ম্যাচে পরাজিত হলো। চেলসির বিপক্ষে ম্যাচে চারটি পরিবর্তন নিয়ে মূল একাদশ সাজিয়েছিলেন ইউনাইটেডের অভিজ্ঞ কোচ জোশে মরিনহো। এর মধ্যে বদলি বেঞ্চে ছিলেন সুইস তারকা জøাতান ইব্রাহিমোভিচ। কোচের মতে ইব্রা ‘বেশ পরিশ্রান্ত।’ তবে ম্যাচের শুরুতেই রাশফোর্ডের একটি আক্রমণ থেকে সাত মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন হেরেরা। যদিও চেলসির দাবি ছিল রাশফোর্ডেও বলটি নিয়ন্ত্রণে নিতে গিয়ে তা হেরেরার হাতে লেগেছে। ইনজুরির কারণে এদিন চেলসির হয়ে মাঠে নামেননি থিবাট কোরটোয়িস। তার উপর অনুশীলনে অসুস্থতা বোধ করা খেলতে পারনেনি মার্কোস আলোনসো। আগের ম্যাচ ঘরের মাঠে যেখানে ইউনাইটেডকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছির চেলসি সেখানে রবিবার কোনভাবেই ম্যাচে ফিরে আসতে পারেনি। গত মৌসুমেই চেলসি থেকে বরখাস্ত হয়েছিলেন স্পেশাল ওয়ান। চেলসি ছাড়ার পর তার সাবেক ক্লাবের বিপক্ষে দুইবার মুখোমুখি হয়েছিলেন মরিনহো। কিন্তু তার দুটিতেই পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। অবশেষে তিন নাম্বার ম্যাচে এসে সাবেক ক্লাবের বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পেলেন মরিনহো। এই জয়ে প্রিমিয়ার লীগে টানা ২২ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়ল ম্যানইউ। সেইসঙ্গে চতুর্থ স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে চার পয়েন্ট পিছিয়ে পঞ্চম স্থানে উঠে আসল তারা। যদিওবা শীর্ষ দলগুলোর চেয়ে একটি ম্যাচ কম খেলেছে মরিনহোর শিষ্যরা। ইব্রাহিমোভিচের অনুপস্থিতিতে মূল একাদশে খেলতে নামা জেসে লিনগার্ডকে সঙ্গে নিয়ে রাশফোর্ড ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ করেন। তারই ধারাবাহিকতায় রাশফোর্ডের থ্রু থেকে চেলসির গোলরক্ষক আসমির বেহোভিচকে হেরেরা পরাস্ত করলে সাত মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর ইউনাইটেড অধিনায়ক এ্যাশলে ইয়ংয়ের একটি ক্রস-শট থেকে গোল করার সুযোগ আসে রাশফোর্ডের। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি তরুণ প্রতিভাবান এই ফুটবলার। অন্যদিকে চেলসিকেও বারবার হতাশ হতে হয়েছে। দলের তারকা স্ট্রাইকার ডিয়েগো কোস্তা পুরো ম্যাচেই তেমন কোন আক্রমণ করতে পারেননি। উল্টো পগবাকে ফাউল করার অপরাধে হলুদ কার্ড দেখতে হয়েছে। দ্বিতীয়ার্ধ শুরুর চার মিনিটের মধ্যেই ম্যানচেস্টার ইউনাইটেডের গোল ব্যবধান দ্বিগুন করেন হেরেরা। চেলসির বিপক্ষে ইউনাইটেডের হয়ে ক্যারিয়ারের ৪৫০ ম্যাচ খেলতে নেমেছিলেন মাইকেল ক্যারিক। বিরতির পর ভিক্টর মোসেস ও মাটিচের পরিবর্তে সেস ফ্যাব্রেগাস ও উইলিয়ানকে নামিয়েও কাক্সিক্ষত ফল পাননি কন্টে। দিনের অন্য ম্যাচে কষ্টার্জিত জয় পেয়েছে লিভারপুল। সেইসঙ্গে পয়েন্ট টেবিলের সেরা চারে থেকে চ্যাম্পিয়নস লীগে খেলার পথে আরেক ধাপ এগিয়ে গেল অলরেডরা। রবার্তো ফিরমিনোর একমাত্র গোলে ওয়েস্টব্রমকে হারায় জার্গেন ক্লপের দল। এই জয়ে ম্যানচেস্টার সিটিকে টপকে পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে এসেছে লিভারপুল। ৩৩ ম্যাচ থেকে অলরেডদের পয়েন্ট এখন ৬৬। ওয়েস্টব্রমের মাঠে ম্যাচের প্রথমার্ধের নির্ধারিত ৪৫ মিনিটেও স্কোরলাইন ছিল গোলশূন্য। কিন্তু যোগ করা সময়ে লিভারপুলকে এগিয়ে দেন ফিরমিনো। গোলটি ছিল দলীয় প্রচেষ্টার ফল। ডানদিক থেকে ফ্রি কিক নিয়েছিলেন জেমস মিলনার। সেই ফ্রি-কিকে লুকাসের হেড ছোট বক্সের ভেতরে পেয়ে আরেকটি হেডে জালে জড়ান ফিরমিনো। এর আগে ম্যাচের শুরুতেই গোল পেতে পারতেন ব্রাজিলিয়ান এই প্রতিভাবান মিডফিল্ডার। কিন্তু সেবার তার শটটা গোলরক্ষককে পরাস্ত করলেও পোস্টের সামান্য বাইরে দিয়ে চলে যায়। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করার দারুণ একটি সুযোগ হাতছাড়া করেন মিলনার। বক্সের ভেতরে উড়ে আসা বল ফাঁকায় পেয়েও জালে জড়াতে পারেননি তিনি। তার ভলিতে বল ক্রসবারের ওপর দিয়ে উড়ে যায়। যে কারণেই শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।
×