ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লীগ, মুশফিক, নাঈম ও শান্তর সেঞ্চুরি

টানা দ্বিতীয় জয় আবাহনী, দোলেশ্বর ও রূপগঞ্জের

প্রকাশিত: ০৫:৫৫, ১৮ এপ্রিল ২০১৭

টানা দ্বিতীয় জয় আবাহনী, দোলেশ্বর ও রূপগঞ্জের

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে (ডিপিএল) জয়ের ধারা অব্যাহত রেখেছে গত আসরের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড ও রানার্সআপ প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। দ্বিতীয় রাউন্ডে আবাহনী নাজমুল হোসেন শান্তর শতকে ৭ উইকেটে হারায় পারটেক্স স্পোর্টিং ক্লাবকে। আর আরাফাত সানির দারুণ বোলিংয়ের পর ইমতিয়াজ হোসেনের ৯৯ রানের সুবাদে ব্রাদার্স ইউনিয়নকে ৪ উইকেট হারায় দোলেশ্বর। অপরদিকে, টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জও। অধিনায়ক মুশফিকুর রহীমের ১৩৪ ও নাঈম ইসলামের ১০৩ রানের সুবাদে ৫ উইকেটে ৩০৫ রানের বড় সংগ্রহ পেয়েছিল দলটি। জবাবে ৪৬.২ ওভারে ২৩৭ রানে গুটিয়ে গিয়ে ৬৮ রানে হার দেখে শেখ জামাল ধানম-ি ক্লাব। প্রিমিয়ার লীগে ব্যাট হাতে জ্বলে উঠেছেন মুশফিক। প্রথম ম্যাচে খেলেছিলেন অপরাজিত ৭৫ রানের ইনিংস। এবার আরও বড় একটি ইনিংস উপহার দিলেন। বিকেএসপির ৪ নম্বর মাঠে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে রূপগঞ্জ। মাত্র ১৩ রানের মধ্যেই দুই ওপেনারকে হারিয়ে বিপদে পড়ে তারা। কিন্তু তৃতীয় উইকেটে দুই অভিজ্ঞ মুশফিক ও নাঈম ২২৫ রানের জুটি গড়ে বড় সংগ্রহের ভিত দেন। উভয়ে সেঞ্চুরি হাঁকান। মুশফিক ১৩৪ বলে ১৪ চার ও ১ ছক্কায় ১৩৪ রান করে সাজঘরে ফেরেন। এর অনেক পর নাঈম ১১৮ বলে ৭ চার ও ১ ছক্কায় ১০৩ রান করে ফিরে যান। মাঝে মাশরাফির উইকেট হারালেও সেটা বড় সংগ্রহ গড়ার ক্ষেত্রে প্রভাব ফেলেনি। ৫ উইকেটে ৩০৫ রান তোলে রূপগঞ্জ। দুটি করে উইকেট নেন শাহাদাত হোসেন ও আব্দুর রাজ্জাক। জবাব দিতে নেমে শুরুতেই ইমরুল কায়েসকে হারিয়ে ধাক্কা খায় শেখ জামাল। বাকি ব্যাটসম্যানরা মাঝারি ইনিংস খেলতে পারলেও বড় জুটি গড়তে পারেননি। সর্বোচ্চ ৪২ রান করেন জিয়াউর রহমান। ২২ বল বাকি থাকতেই ২৪৬ রানে মুখ থুবড়ে পড়ে জামালের ইনিংস। ৬৮ রানের জয় পায় রূপগঞ্জ। বিকেএসপির তিন নম্বর মাঠে দুর্বল পারটেক্সকে পেয়েছিল আবাহনী। তবে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে দারুণ খেলেন পারটেক্স ব্যাটসম্যানরা। জুবায়ের আহমেদের হার না মানা অর্ধশতক (৬৯ বলে ২ চার ও ও ছক্কায় ৫০) এবং সাজ্জাদ হোসেনের ৪৪ রানে ভর করে ৭ উইকেটে ২৩৪ রান তোলে তারা। শুভাগত হোম ও মোহাম্মদ সাইফুদ্দিন দুটি করে উইকেট নেন। জবাবে দলীয় ৪৩ রানের মধ্যে উদয় কাউল (৯) ও লিটন দাসের (২০) উইকেট খুঁইয়ে কিছুটা বেকায়দায় পড়েছিল আবাহনী। কিন্তু এরপর শান্ত ও মাহমুদুল্লাহ রিয়াদ উইকেটে এসে অশান্ত হয়ে ওঠেন। তৃতীয় উইকেটে তাদের ১৫০ রানের জুটিতেই সহজ জয়ের পথ পেয়ে যায় আবাহনী। মাহমুদুল্লাহ মাত্র ৫২ বলে ৫ চার ও ৫ ছক্কায় ৭৭ রানের টর্নেডো ইনিংস খেলে বিদায় নেন। শান্ত শেষ পর্যন্ত শতক হাঁকিয়ে অপরাজিত ছিলেন। তিনি ১০৯ বলে ৫ চার ও ৪ ছক্কায় ১০১ রান করে দলকে জিতিয়েই ফিরেছেন। মাত্র ৩৮.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৩৭ রান তুলে ৭ উইকেটের জয় পায় আবাহনী। ফতুল্লায় দোলেশ্বরের বিপক্ষে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে দারুণ সূচনা পায় ব্রাদার্স। উদ্বোধনী জুটিতে ১১৩ রান করেন মিজানুর রহমান ও জুনায়েদ সিদ্দিকী। মিজানুর ৮০ বলে ৪ চারে ৫৬ রান করে আউট হতেই মড়ক লাগে। সেই ধসে শেষ পর্যন্ত জুনায়েদও ১১৫ বলে ৫ চার ও ১ ছক্কায় ৮৭ রান করার পর সাজঘরে ফেরেন। আরাফাতের ভয়াল স্পিনের বিপক্ষে বাকিটা সময় একাই লড়েছেন মাইশুকুর রহমান। তিনি ৫৬ বলে ১ চার ও ২ ছক্কায় ৫৬ রান করেন। শেষ পর্যন্ত ৯ উইকেটে ২৪৬ রানের লড়াকু পুঁজি পায় ব্রাদার্স। ৪ উইকেট নেন আরাফাত। জবাব দিতে নেমে ৮৭ রানের উদ্বোধনী জুটিতে মোক্ষম জবাব দিতে থাকে দোলেশ্বর। ইমতিয়াজ ১ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন। ১৪৩ বলে ৯ চার ও ২ ছক্কায় ৯৯ রান করেন তিনি। আব্দুল মজিদ ৪০ বলে ৬ চারে ৪৫ রানে আগেই ফিরে গেছেন। পরের দিকে দ্রুত কিছু উইকেট হারালেও মার্শাল আইয়ুবের ৩৩ রান জয় এনে দেয় দোলেশ্বরকে। ৯ বল বাকি থাকতে (৪৮.৩ ওভার) ৬ উইকেটে ২৪৭ রান তুলে জয় পায় দোলেশ্বর। স্কোর ॥ আবাহনী-পারটেক্স ম্যাচ ॥ বিকেএসপি ৩ পারটেক্স ইনিংস- ২৩৪/৭; ৫০ ওভার (জুবায়ের ৫০*, সাজ্জাদ ৪৪, যশপাল ৩৩; শুভাগত ২/৪৫, সাইফুদ্দিন ২/৫৬)। আবাহনী ইনিংস- ২৩৭/৩; ৩৮.৩ ওভার (শান্ত ১০১*, মাহমুদুল্লাহ ৭৭, মোসাদ্দেক ২৩*; মামুন ১/২০)। ফল ॥ আবাহনী ৭ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ নাজমুল হোসেন শান্ত (আবাহনী)। দোলেশ্বর-ব্রাদার্স ম্যাচ ॥ ফতুল্লা ব্রাদার্স ইনিংস- ২৪৬/৯; ৫০ ওভার (জুনায়েদ ৮৭, মিজানুর ৫৬, মাইশুকুর ৪৭; আরাফাত ৪/৪৫, এনামুল ২/৪৫, শরীফুল্লাহ ২/৪৭)। দোলেশ্বর ইনিংস- ২৪৭/৬; ৪৮.৩ ওভার (ইমতিয়াজ ৯৯, মজিদ ৪৫, মার্শাল ৩৩; সাদ্দাম ৩/৫০, নিহাদুজ্জামান ২/৫০)। ফল ॥ প্রাইম দোলেশ্বর ৪ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ ইমতিয়াজ হোসেন (প্রাইম দোলেশ্বর)। রূপগঞ্জ-শেখ জামাল ম্যাচ ॥ বিকেএসপি ৪ রূপগঞ্জ ইনিংস- ৩০৫/৫; ৫০ ওভার (মুশফিক ১৩৪, নাঈম ১০৩; শাহাদাত ২/৫২, রাজ্জাক ২/৬৩)। শেখ জামাল ইনিংস- ২৩৭/১০; ৪৬.২ ওভার (জিয়া ৪২, মাহবুবুল ৩৬, ফজলে ৩৩; নাঈম ২/২১, শরীফ ২/৩১, আসিফ ২/৪০, মোশররফ ২/৫৬)। ফল ॥ লিজেন্ডস অব রূপগঞ্জ ৬৮ রানে জয়ী। ম্যাচসেরা ॥ মুশফিকুর রহীম (লিজেন্ডস অব রূপগঞ্জ)।
×