ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জাপানের ‘মেসি’ তাকেফুসার গোলের রেকর্ড

প্রকাশিত: ০৫:৫৫, ১৮ এপ্রিল ২০১৭

জাপানের ‘মেসি’ তাকেফুসার গোলের রেকর্ড

স্পোর্টস রিপোর্টার ॥ বেশ আগেই ‘জাপানের মেসি’ তকমা পেয়েছেন। আর সেটার প্রমাণ দিচ্ছেন খেলোয়াড়ি ক্যারিয়ারেও। সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে জাপানের জে লীগে গোল করেছেন। নতুন রেকর্ড গড়েছেন ১৫ বছর বয়সী তাকেফুসা কুবো। তার গোলে জয় তুলে নিয়েছে এফসি টোকিও অনুর্ধ-২৩ দল। জে লীগের তৃতীয় বিভাগে তাকেফুসার দল ১-০ গোলে হারিয়ে দেয় সেরেজো ওসাকা অনুর্ধ-২৩ দলকে। ইউটিউবে ফুটবল দক্ষতার ভিডিও চিত্র আপলোড করে দারুণ জনপ্রিয়তা পান তাকেফুসা। তোলপাড় সৃষ্টি হয় তাকে নিয়ে। ওই ভিডিওগুলো দেখেই বিশ্বের ফুটবলপ্রেমীরা তাকে ‘জাপানের মেসি’ বলে অভিহিত করেন। এর পেছনে আরও একটি কারণ হচ্ছে বার্সিলোনার কিশোর দলের সদস্য ছিলেন তাকেফুসা। এবার সেটার প্রমাণ প্রতিযোগিতামূলক ফুটবলেই দিয়ে দিলেন তাকেফুসা। মাত্র ১৫ বছর ১০ মাস ১১ দিন বয়সে তিনি জে লীগে গোল করেছেন। দুই ডিফেন্ডারকে কাটিয়ে এককভাবে বল নিয়ে প্রতিপক্ষের সীমানায় ঢুকে পড়েন তাকেফুসা। এরপর একেবারেই সংকীর্ণ একটি কোণ থেকে শট নিয়ে লক্ষ্যভেদ করেন। তার এই গোলটি জাপানের লীগে নতুন রেকর্ড। এর আগে আর কেউ এত কম বয়সে গোল করতে পারেননি জে লীগে। এতদিন রেকর্ডটা দখলে ছিল তাকাইয়ুকি মোরিমোতোর। ওই তরুণ ২০০৪ সালে ১৫ বছর ৩৬৩ দিন বয়সে গোল করে রেকর্ড গড়েছিলেন টোকিও ভার্দির পক্ষে। এরপর অবশ্য ইতালিতে পাড়ি দিয়ে সেখানেই খেলছেন বর্তমানে মোরিমোতো। রেকর্ড গড়ার পর দারুণ খুশি তাকেফুসা। তিনি উৎফুল্ল কণ্ঠে প্রতিক্রিয়ায় জানান, ‘আমি সত্যিই দারুণ খুশি। আশা করছি আমি এভাবেই দলের জয়ে ভূমিকা রেখে যেতে পারব।’ এদিন ম্যাচের প্রতিবেদনে জাপানের জনপ্রিয় ক্রীড়া দৈনিক নিক্কন স্পোর্টসসহ বেশকিছু গণমাধ্যম তাকে বার্সিলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির সঙ্গে তুলনা করেন। এ বিষয়ে তাকেফুসা বলেন, ‘মেসির সঙ্গে তুলনা করা আমার পছন্দনীয় নয়। কিন্তু একদিন আমি অবশ্যই তার মতো হয়ে উঠতে চাই।’
×