ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সিনহাকে গ্রীক দেবীর ভাস্কর্য সরাতে বলেছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৫:২৪, ১৮ এপ্রিল ২০১৭

সিনহাকে গ্রীক দেবীর ভাস্কর্য সরাতে বলেছেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি ॥ সুপ্রীমকোর্টের সামনে স্থাপিত গ্রিক দেবীর ভাস্কর্যটি সরাতে বা এটি যাতে জাতীয় ঈদগাহ ময়দান থেকে দেখা না যায় সে জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান বিচারপতিকে ব্যবস্থা নিতে বলেছেন। মন্ত্রিসভা বৈঠকের অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ তথ্য জানান। বৈঠকে উপস্থিত মন্ত্রিসভার একাধিক সদস্য এ তথ্য জানান। তবে তারা কেউ নাম প্রকাশ করতে চাননি। সচিবালয়ে সোমবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। গত ১৫ এপ্রিল প্রধানমন্ত্রী সুপ্রীমকোর্টের বিচারপতিদের জন্য আবাসিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে রাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ অঙ্গ আইন বিভাগ, বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগের মধ্যে সমন্বয় থাকার ওপর গুরুত্ব আরোপ করে বলেছেন, একে অন্যের সম্পূরক হিসেবেই কাজ করবে। তবে একে অপরকে অতিক্রম করে না। মন্ত্রিসভার এক সদস্য বলেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু ১৫ এপ্রিল রাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ অঙ্গ নিয়ে প্রধানমন্ত্রীর দেয়া ওই বক্তব্যের প্রশংসা করেন। এ আলোচনার প্রসঙ্গ ধরেই ভাস্কর্যের বিষয়টি আসে। নাম প্রকাশ না করার শর্তে ওই সদস্য আরও বলেন, আলোচনার একপর্যায়ে প্রধানমন্ত্রী বলেন, আমি প্রধান বিচারপতিকে (এস কে সিনহা) বলেছি এখানে গ্রিক ভাস্কর্য কেন বসিয়েছেন? আবার শাড়ি পরানো হয়েছে, এটা দেখতে সুন্দর লাগছে না। পাশের ঈদগাঁ থেকে এটা দেখা যায়। এটা সরিয়ে ফেলুন, না হয় ঢেকে দিন বা এমন ব্যবস্থা করুন যাতে ঈদগাহ থেকে ওটা দেখা না যায়। হেফাজতে ইসলাম উচ্চ আদালতের সামনে স্থাপিত জাস্টিসিয়া বা ন্যায়বিচারের প্রতীক গ্রিক দেবি থেমিসের ভাস্কর্য সরানোর দাবি জানিয়ে আসছে। গত ১১ এপ্রিল গণভবনে প্রধানমন্ত্রী হেফাজতের আমির ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) সভাপতি আল্লামা আহমদ শফীসহ কওমি মাদ্রাসার বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের সময়ও প্রধানমন্ত্রী ভাস্কর্য সরানোর পক্ষে আর অবস্থানের কথা জানান।
×