ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চলতি সপ্তাহেই সেন্ট্রাল ফার্মার মালিকানা পরিবর্তন

প্রকাশিত: ০৪:১৭, ১৮ এপ্রিল ২০১৭

চলতি সপ্তাহেই সেন্ট্রাল ফার্মার মালিকানা পরিবর্তন

অর্থনৈতিক রিপোর্টার ॥ সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস কোম্পানির পাঁচ উদ্যোক্তা-পরিচালকের ৩০ শতাংশ শেয়ার ক্রয় করছেন ব্যবসায়ী মোঃ আজিজুল ইসলামের মালিকানাধীন আলিফ গ্রুপ। চলতি সপ্তাহের যে কোন দিন মালিকানা পরিবর্তন করা হব। এমন তথ্য নিশ্চিত করেছেন সেন্ট্রাল ফার্মার ব্যবস্থাপনা পরিচালক মুনসুর আহমেদ। মুনসুর আহমেদ জানান, বাজারমূল্যে ব্লক মার্কেটের মাধ্যমে পুরো শেয়ার বিক্রি করা হবে। যেদিন কেনাবেচা হবে, এর আগের সাত দিনের ক্লোজিং প্রাইসের গড় দরকে শেয়ারের হস্তান্তর মূল্য ধরা হবে। বর্তমানে সেন্ট্রাল ফার্মার পরিশোধিত মূলধন ১০৩ কোটি ৭২ লাখ টাকা। অর্থাৎ মোট শেয়ার ১০ কোটি ৩৭ লাখ ২০ হাজার। এর মধ্যে বর্তমান পাঁচ উদ্যোক্তা-পরিচালক মোরশেদা আহমেদ (চেয়ারম্যান), মুনসুর আহমেদ (ব্যবস্থাপনা পরিচালক), মোঃ রোকনুজ্জামান, নাসিমা আক্তার ও পারভেজ আহমেদ ভূঁইয়ার হাতে রয়েছে কোম্পানির সমুদয় শেয়ারের ৩০ দশমিক শূন্য ২ শতাংশ শেয়ার। অর্থাৎ মূলধনে তাদের অংশ প্রায় ৩১ কোটি ১৪ লাখ টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে চলতি বছেরের ২২ ফেব্রুয়ারি চুক্তির তথ্য প্রকাশ করেছে। এর দুদিন আগে ২০ ফেব্রুয়ারি আলিফ গ্রুপের সঙ্গে কোম্পানিটির উদ্যোক্তা-পরিচালকদের সমুদয় শেয়ার কেনাবেচার উদ্দেশে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) সই হয়। এ হিসাবে প্রায় ৯৮ কোটি টাকা মূল্যে এদের শেয়ার কিনবে আলিফ গ্রুপ। লেনদেন সম্পন্ন হওয়ার পর পর্ষদের পাশাপাশি পুরো ব্যবস্থাপনায় পরিবর্তন আনবে আলিফ গ্রুপ। জানা গেছে, কোম্পানিটির দায়িত্ব নেয়ার পর নতুন করে বিনিয়োগের পরিকল্পনা আছে।
×