ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিরিয়ায় বাস বহরে বোমা হামলায় ৬৮ শিশু নিহত

প্রকাশিত: ০৪:১৬, ১৮ এপ্রিল ২০১৭

সিরিয়ায় বাস বহরে বোমা হামলায় ৬৮ শিশু নিহত

সিরিয়ার অবরুদ্ধ শহরগুলো থেকে সরিয়ে নেয়া বাসিন্দাদের বাস বহরে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১২৬ জনের মধ্যে অন্তত ৬৮টি শিশু রয়েছে বলে জানিয়েছে সরকারবিরোধী আন্দোলনের কর্মীরা। শনিবার বিকেলে সিরিয়ার আলেপ্পো শহরের পশ্চিমে বিদ্রোহী নিয়ন্ত্রিত রাশিদিন এলাকার একটি তল্লাশি চৌকিতে অপক্ষেমাণ বাস বহরটিতে বিস্ফোরক ভর্তি একটি গাড়ি ঢুকে পড়ে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। খবর বিবিসির। যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস রবিবার জানিয়েছে, নিহতদের মধ্যে অন্তত ১০৯ জন আল কায়েদা সমর্থিত সুন্নি বিদ্রোহীদের দ্বারা অবরুদ্ধ দুটি শহরের বাসিন্দা যাদের সরিয়ে নেয়া হচ্ছিল, এদের অধিকাংশই শিয়া মুসলিম। নিহত অন্যান্যের মধ্যে ত্রাণকর্মী ও বিদ্রোহী যোদ্ধা রয়েছে। এই হামলায় আরও বহু মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি। বাস বহরটিতে চালানো ভয়াবহ ওই বোমা হামলায় কয়েকটি বাস খ-বিখ- হয়ে যায় এবং আশপাশের অনেক গাড়িতে আগুন ধরে যায়। বিস্ফোরণের পর ঘটনাস্থলে সারি সারি লাশ পড়ে থাকতে দেখা যায়। সরকারী বাহিনী নিয়ন্ত্রিত কিন্তু বিদ্রোহীদের দ্বারা অবরুদ্ধ দুটি শহর ফোয়াহ ও কেফরাইয়া থেকে এসব বাসিন্দাদের সরকারী বাহিনী নিয়ন্ত্রিত আলেপ্পোয় সরিয়ে নেয়া হচ্ছিল। ২০১৫ সালের মার্চ থেকে শহর দুটির বাসিন্দারা অবরুদ্ধ হয়ে ছিলেন। এ পর্যন্ত কোন গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। খ্রীস্টানদের ধর্মীয় পরব ‘ইস্টার সানডে’তে দেয়া ভাষণে ক্যাথলিক খ্রীস্টানদের শীর্ষ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস এই বোমা হামলাকে ‘পলায়নপর উদ্বাস্তুদের ওপর চালানো জঘন্য হামলা’ বলে বর্ণনা করেছেন। ভিনেগার বাইবেল! যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ক্রাইস্ট এপিসকোপাল চার্চে গত এক শ’ এক বছর ধরে একটি কাচের ঢাকনাওয়ালা কাঠের বাক্সে বন্দী অবস্থায় পড়ে রয়েছে একটি বাইবেল। বাইবেলটি প্রায় তিন শ’ বছরের পুরনো। ১৯ ইঞ্চি লম্বা এবং আট ইঞ্চি চওড়া বাইবেলটি ১৭১৭ সালে এক ব্রিটিশ ছাপাখানা থেকে প্রকাশিত হয়েছিল। প্রাচীন ওই বাইবেলটির অপূর্ব অলঙ্করণ আজও মুগ্ধ করে অসংখ্য মানুষকে। ঐতিহাসিক গুরুত্ব অনুযায়ী বর্তমানে এর দাম ১০ হাজার ডলারের চেয়েও বেশি। -ইউএসএ টুডে মিয়ানমারে পানি উৎসব চলাকালে ১৪ জনের মৃত্যু মিয়ানমারে চলতি বছরের পানি উৎসব চলাকালে অপরাধজনিত ঘটনায় ১৪ জনের প্রাণহানি ও ১৫২ জন আহত হয়েছে। শনিবার এই ঘটনাগুলো ঘটেছে বলে সোমবার দেশটির এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। মিয়ানমার ভাষার পত্রিকা মায়ানমা আলিন ডেইলি জানায়, মাতাল অবস্থায় গাড়ি চালানোয় দুর্ঘটনা, ধর্ষণ, চুরি, দলবদ্ধভাবে মারামারি সংক্রান্ত ১৪৭ ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত ঐতিহ্যবাহী পানি উৎসব চলে। মিয়ানমারের গত বছরের পানি উৎসবে মোট ৩৬ জনের প্রাণহানি ও আরও ৩১৬ জন আহত হয়েছিল। -এএফপি
×