ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সর্বজনীন ট্রাস্ট আইনের খসড়া সংশ্লিষ্ট বিভাগে প্রেরণ

প্রকাশিত: ০৮:৪৮, ১৭ এপ্রিল ২০১৭

সর্বজনীন ট্রাস্ট আইনের খসড়া সংশ্লিষ্ট বিভাগে প্রেরণ

স্টাফ রিপোর্টার ॥ আইন কমিশন রবিবার ‘সর্বজনীন ট্রাস্ট আইন, ২০১৭’ এর বিলের খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগকে প্রেরণ করেছে। মন্ত্রিপরিষদ বিভাগের বিগত আইন কমিশনকে সরকারী ট্রাস্ট গঠনের জন্য একটি আইন প্রণয়নের প্রয়োজনীয় পরামর্শসহ এ সংক্রান্ত একটি বিলের খসড়া প্রস্তুত করার অনুরোধ জানায়। তারই অংশ হিসেবে কমিশন এই বিলের খসড়াটি পাঠিয়েছে। উল্লেখ্য ‘সর্বজনীন ট্রাস্ট আইন, ২০১৭’ আইনের খসড়া প্রস্তুতের পাশাপাশি আইন কমিশন বিদ্যমান ঞযব ঞৎঁংঃ অপঃ (অপঃ ঘড়. ওও ড়ভ ১৮৮২) এর কয়েকটি ধারা সংশোধন ও আধুনিকীকরণপূর্বক বাংলায় ‘ব্যক্তি উদ্যোগমূলক ট্রাস্ট আইন, ২০১৭’ নামে একটি বিলের খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগকে প্রেরণ করেছে। এছাড়া ‘সর্বজনীন ট্রাস্ট আইন, ২০১৭’ ও বাংলায় ‘ব্যক্তি উদ্যোগমূলক ট্রাস্ট আইন, ২০১৭’ এর বিলের খসড়া প্রস্তুতকল্পে পরিচালিত গবেষণায় কমিশনের নিকট প্রতীয়মান হয় যে ‘ট্রাস্ট (সর্বজনীন ও ব্যক্তি উদ্যোগমূলক) আইন, ২০১৭’ নামক একটি বিশদ (টসনৎবষষধ খধ)ি আইনে সর্বজনীন ট্রাস্ট ও ব্যক্তিগত ট্রাস্ট, উভয় প্রকার ট্রাস্ট অন্তর্ভুক্ত হলে উক্ত আইন একটি অভিন্ন আইন হিসেবে এ সংক্রান্ত ভবিষ্যত জটিলতা হ্রাস পাবে।
×