ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বন কর্মকর্তাসহ নিহত তিন

প্রকাশিত: ০৮:৪৮, ১৭ এপ্রিল ২০১৭

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বন কর্মকর্তাসহ নিহত তিন

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে পৃথক দুর্ঘটনায় এক বন কর্মকর্তাসহ তিনজন নিহত হয়েছে। এ সময় দুজন গুরুতর আহত হয়। এদিকে যাত্রাবাড়ীতে ডিজে পার্টি দেখতে গিয়ে মামাত-ফুফাত দুই বোন গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। সূত্রমতে, শনিবার গভীর রাতে উত্তরায় দুই বাসের মাঝখানে চাপা পড়ে আতিকুল ইসলাম (৩৮) নামে বন বিভাগের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি গাজীপুর বন বিভাগের প্রশাসনিক কর্মকর্তা ছিলেন। তার বাড়ি নরসিংদীর পলাশ থানার হাসনহাট গ্রামে। রবিবার ভোরে যাত্রাবাড়ীতে রাইদা পরিবহনের একটি বেপরোয়া বাসের ধাক্কায় ঢাকা ডিএসসিসি গুরমতী গুরিয়া (৫০) নামে এক পরিচ্ছন্নকর্মীর মৃত্যু হয়েছে। মনোয়ারা (৪০) নামে আরেক পরিচ্ছন্নকর্মী আহত হয়েছে। মনোয়ারাকে ওয়ার্ডে ভর্তি করা হয়। যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার কামাল উদ্দিন মুন্সি জানান, চালক কাজী আলামিনসহ (১৬) বাসটিকে আটক করা হয়েছে। দুপুরে ঢামেক মর্গে গুরিয়ার মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে শনিবার গভীররাতে মানিকনগরের ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামনে বাসের ধাক্কায় এক রিক্সারোহী নিহত হয়েছে। এ ঘটনায় রিক্সাচালক গুরুতর আহত হয়েছে। শনিবার রাতে সালসাবিল পরিবহনের যাত্রীবাহী বাসের ধাক্কায় রিক্সা আরোহী ঘটনাস্থলে মারা যায়। রিক্সাটিও দুমড়ে-মুচড়ে যায়। ঘাতক বাস ও তার চালককে আটক করা হয়েছে। ধর্ষণ ॥ রাজধানীর যাত্রাবাড়ীর মীর হাজীরবাগ এলাকায় ডিজে পার্টি দেখতে গিয়ে দুই মামাত-ফুফাত বোন গণধর্ষণের শিকার হয়েছে। রবিবার সকালে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, ধর্ষণের শিকার দুই বোন স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণী ও পঞ্চম শ্রেণীর ছাত্রী। শনিবার ভোররাতেই ওই দুই বোনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার ভোরের দিকে ধর্ষিতাদের ঢামেক মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
×