ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঘাতকের দোসরদের আগামী নির্বাচনে পরাজিত করতে হবে ॥ নাসিম

প্রকাশিত: ০৭:৫২, ১৭ এপ্রিল ২০১৭

ঘাতকের দোসরদের আগামী নির্বাচনে পরাজিত করতে হবে ॥ নাসিম

বিশেষ প্রতিনিধি আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, অসাম্প্রদায়িক দেশ গড়তে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কেন্দ্রীয় ১৪ দল আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করবে। আগামী নির্বাচন হবে একাত্তরের ঘাতকদের চূড়ান্তভাবে পরাজিত করার নির্বাচন। এ নির্বাচনে ঘাতকদের দোসরদের পরাজিত করতেই হবে। রবিবার বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাসদ (আম্বিয়া) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। মোহাম্মদ নাসিম বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে অসাম্প্রদায়িক দেশ গড়াই এবারের মুজিবনগর দিবসের অঙ্গীকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়েই ভারতের সঙ্গে তিস্তা চুক্তি হবে। ভারতের প্রধানমন্ত্রী মোদি তিস্তার পানি চুক্তির বিষয়ে প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন। আমাদেরও তাঁর প্রতি আস্থা আছে। তাই আশা করি শেখ হাসিনার হাতেই তিস্তার সমস্যা সমাধান হবে। তিনি বলেন, ইতোপূর্বে টেবিলে বসে আলোচনার মাধ্যমেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিটমহল সমস্যার সমাধান, সমুদ্রসীমা উদ্ধারসহ অনেক বিষয়েরই শান্তিপূর্ণ সমাধান করেছেন। শেখ হাসিনার সময়ে তিস্তার সমস্যাও সমাধান হবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, একটি মহল দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। জঙ্গীবাদকে উস্কে দিচ্ছে। দেশকে সামনের দিকে এগিয়ে নেয়ার পথে আজ অনেক বাধা। বিএনপি-জামায়াতের আশ্রয়-প্রশ্রয়ে একাত্তরের খুনীরা নতুন চেহারায় আবির্ভূত হয়েছে। চক্রান্তকারীদের চক্রান্ত এখনও শেষ হয়নি বলেই এখন বাংলাদেশে জঙ্গীরা হানা দেয়। ওরা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। চক্রান্তকারীরা এখনও তৎপর রয়েছে। তাই ১৪ দলসহ মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শরিফ নুরুল আম্বিয়ার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে দিলীপ বড়ুয়া, মঈনুদ্দীন খান বাদল এমপি, নাজমুল হক প্রধান এমপি, ঢাবির অধ্যাপক ইতিহাসবিদ ড. সৈয়দ আনোয়ার হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার প্রমুখ বক্তব্য রাখেন।
×