ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মগবাজার-মৌচাক ফ্লাইওভার প্রকল্পের ব্যয় বেড়েছে ১০৮ কোটি টাকা

প্রকাশিত: ০৭:৫১, ১৭ এপ্রিল ২০১৭

মগবাজার-মৌচাক ফ্লাইওভার প্রকল্পের ব্যয় বেড়েছে ১০৮ কোটি টাকা

অর্থনৈতিক রিপোর্টার ॥ মগবাজার-মৌচাক ফ্লাইওভার প্রকল্পের ব্যয় বেড়েছে ১০৮ কোটি টাকা। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সংক্রান্ত একটি প্রস্তাবসহ তেরোটি ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়। আর বাজেট সংক্রান্ত এক কো-অর্ডিনেশন বৈঠক শেষে অর্থমন্ত্রী জানান, আগামীতে ৫ শতাংশের বেশি থাকবে বাজেট ঘাটতি। ফলে বাড়বে ব্যাংক খাতের ঋণ নেয়ার প্রবণতা। রবিবার সচিবালয়ে আর্থিক সমন্বয় কমিটি ও বাজেট মনিটরিং কমিটির সভা শেষে সাংবাদিকদের এমন আভাস দেন মুহিত। অর্থমন্ত্রী বলেন, এবার বাজেট ঘাটতি আমরা বেশি রাখছি। বাজেট ঘাটতি ৫ দশমিক ৪ হতে পারে। আগামী বছরের জিডিপির প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ৪ শতাংশ। এ বছর ছিল ৭ দশমিক ২। ব্যয় বাড়ল মগবাজার-মৌচাক ফ্লাইওভার নির্মাণে মগবাজার-মৌচাক ফ্লাইওভার প্রকল্পের আওতায় রামপুরার চৌধুরীপাড়া থেকে মালিবাগ রেলক্রসিং, মৌচাক মোড়, মালিবাগ মোড় হয়ে শান্তিনগর এবং রাজারবাগ পুলিশ লাইনস পর্যন্ত অংশের নির্মাণ ব্যয় ১০৮ কোটি ৪০ লাখ টাকা বাড়ানো হয়েছে। রবিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়।
×