ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:৪০, ১৭ এপ্রিল ২০১৭

টুকরো খবর

অবৈধ স্থাপনা উচ্ছেদ স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাট-খুলনা মহাসড়কের দুই পাশের আট কিলোমিটার এলাকার পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ড থেকে বারাকপুর বাসস্ট্যান্ড পর্যন্ত এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে। বাগেরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মুক্ত বলেন, মহাসড়কে দুর্ঘটনা এড়াতে খুলনা-বাগেরহাট মহাসড়কের আট কিলোমিটার এলাকার রাস্তার দুই পাশের অবৈধ দখলদারদের গড়ে তোলা পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়েছে। এসব স্থাপনা ভেঙ্গে দেয়ার পর কেউ যদি আবারও স্থাপনা গড়ার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। জুয়া বন্ধের দাবিতে সড়ক অবরোধ স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ বীরগঞ্জ উপজেলার প্রেমবাজার নামকস্থানে মেলার নামে জুয়া ও অশ্লীলতা বন্ধের দাবিতে রবিবার নাগরিক কমিটির ব্যানারে সড়ক অবরোধ করে মুক্তিযোদ্ধা ও সাধারণ জনতা। সমাবেশে ২৪ ঘণ্টার মধ্যে দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেয়া হয়। রবিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত থানার সামনে ঢাকা-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করে সমাবেশ করে। এ সময় কয়েক হাজার মানুষ মহাসড়কে অবস্থান নেয় এবং মেলার নামে জুয়া ও অশ্লীলতা বন্ধের দাবিতে বিভিন্ন সেøাগানে মুখরিত করে রাখে পুরো এলাকা। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক কালিপদ রায়ের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাকারিয়া জাকা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য নুর ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি বিমল দাস প্রমুখ। পানিতে ডুবে শিশুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১৬ এপ্রিল ॥ নাজিরপুর ইউনিয়নের নিমদি গ্রামে পানিতে ডুবে তামিম নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে এ ঘটনা ঘটেছে। শিশুটির পিতার নাম সোহেল রাঢ়ী। জানা গেছে, ঘটনার দিন দুপুর ১টার দিকে শিশুটির বাবা সোহেল রাঢ়ী ও তার স্ত্রী ঘরের পেছনে মাটি কাটছিল। এ সময় তাদের অগোচরে শিশু তামিম পুকুরে পড়ে যায়। চার জুয়াড়ির দ- স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ রবিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক শাকিল মাহমুদ চার জুয়াড়িকে পাঁচ দিন করে বিনাশ্রম কারাদ- প্রদান করেছেন। এরা হলো- পাকশীর মুন্না হোসেন ও মাসুদ রানা, রূপপুরের সাইফুল ইসলাম, জয়ছাড়া নওগাঁর শামসুর রহমান। রবিবার সকালে পাকশী এলাকায় টাকা দিয়ে জুয়া খেলার সময় পুলিশ তাদের গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। বিএনপির ভাইস চেয়ারম্যান টুকুর জামিন নামঞ্জুর স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ রবিবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সয়দাবাদে ট্রেনে হামলা, আগুন ও ভাংচুরের মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক বিদ্যুত প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর জামিনের আবেদন নামঞ্জুর হয়েছে। বেলা ১১টায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ইকবাল হাসান মাহমুদ টুকুর জামিনের আবেদন করেন তার আইনজীবী। শুনানি শেষে বিচারক কোহিনুর আরজুমান জামিনের আবেদন নামঞ্জুর করেন। ছাত্রদল নেতা শহীদ নাজির উদ্দিন জেহাদের মৃত্যু বার্ষিকী উপলক্ষে ২০১০ সালের ১১ অক্টোবর সদর উপজেলার সয়দাবাদের মুলিবাড়িতে ছাত্র গণজমায়াতের সমাবেশ চলাকালে ট্রেনে অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনা ঘটে।
×