ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজশাহীর মাদ্রাসা থেকে শিশু নিখোঁজ

প্রকাশিত: ০৬:৩৯, ১৭ এপ্রিল ২০১৭

রাজশাহীর মাদ্রাসা থেকে শিশু নিখোঁজ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী নগরীর একটি মাদ্রাসা থেকে রায়হান আলী নামের ১০ বছরের শিশু নিখোঁজ হয়েছে। ১০ দিন ধরে ওই শিশুর কোন খোঁজ না পেয়ে রবিবার শিশুটির মা মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। নিখোঁজ রায়হান তানোর উপজেলার গোকুল গ্রামের লিটনের ছেলে। পরিবারের পক্ষ থেকে মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ করা হয়েছে। জানা যায়, নগরীর মালদা কলোনির বখতিয়াবাদ এলাকার দারুস সুন্নাহ ইসলামী মাদ্রাসায় রায়হান আবাসিক ছাত্র হিসেবে থাকত। সেখান থেকে মাদ্রাসার সামনের একটি সেলুনে চুল কাটিয়ে খাবার কিনে দিয়ে রায়হানকে মাদ্রাসায় ছেড়ে আসেন। তবে ১৪ এপ্রিল পহেলা বৈশাখে মা বেবি বেগম, দাদি ও ফুফু মিলে রায়হানের সঙ্গে দেখা করতে মাদ্রাসায় এলে তারা জানতে পারেন ৭ এপ্রিল থেকেই শিশু রায়হান নিখোঁজ রয়েছে। ফরিদপুরে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৬ এপ্রিল ॥ সদরপুর উপজেলায় প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নান মুন্সী (৬১) নিহত হয়েছেন। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে লতিফ মুন্সীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ওই ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ওই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে শ্যামপুর গ্রামে বর্তমান ইউপি সদস্য আবুল ফকিরের বাড়িতে বৈঠকি গান শুনতে যান। ৭৬ ভিক্ষুককে ছাগল প্রদান স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেহাটের ফকিরহাটে ৭৬ ভিক্ষুককে ছাগল ও সেলাই মেশিন প্রদান করে ভিক্ষুক মুক্ত উপজেলা ঘোষণা করা হয়েছে। রবিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে এই ঘোষণা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শাহানাজ পারভীনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ শরিফুল কামাল কারিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রিয়াঙ্কা রানী পাল, কৃষি অফিসার মোতাহার হোসেন, মৎস্য অফিসার ইফতেখারুল আলম, প্রাণিসম্পদ অফিসার পুষ্পেন শিকদার, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সৈয়দ আলতাফ হোসেন টিপু, সমাজসেবা অফিসার আ ক ম আসাদুজ্জান, ইউপি চেয়ারম্যান স্বপন দাশ, রেজাউল করিম ফকির প্রমুখ। ভোটারকে টাকা দেয়ায় দ- নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৬ এপ্রিল ॥ ইউপি নির্বাচনে ভোটগ্রহণের সময় ভোটারদের টাকা দিয়ে প্রভাবিত করার দায়ে এক ইউপি সদস্য প্রার্থীর ভাইকে জেল জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার ইউপি নির্বাচনে ভোটগ্রহণকালে এ ঘটনা ঘটে মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। দ-প্রাপ্ত রমেন রায় ওই ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের তারাপুর গ্রামের বাসিন্দা। তার ভাই রঞ্জন রায় এ নির্বাচনে দুই নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। রমেন রায় ভাইয়ের পোলিং এজেন্ট হিসেবে ওই স্কুল কেন্দ্রের একটি বুথে কর্মরত ছিলেন।
×