ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আউটার স্টেডিয়ামে সুইমিংপুল নির্মাণ বন্ধে ছাত্রলীগের স্মারকলিপি

প্রকাশিত: ০৬:৩৮, ১৭ এপ্রিল ২০১৭

আউটার স্টেডিয়ামে সুইমিংপুল নির্মাণ বন্ধে ছাত্রলীগের স্মারকলিপি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন আউটার স্টেডিয়ামে সুইমিংপুল নির্মাণ বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে ছাত্রলীগ। এতে শিশু-কিশোরদের খেলাধুলার অন্যতম এই মাঠ থেকে সুইমিংপুল নির্মাণের সরঞ্জাম সরিয়ে নিতে ৪৮ ঘণ্টা আল্টিমেটাম দেয়া হয়েছে। রবিবার জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাবিবুর রহমান। উল্লেখ্য, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর আউটার স্টেডিয়ামে সুইমিংপুল নির্মাণকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই শীর্ষ নেতার মধ্যে বিরোধ রয়েছে। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সভাপতি সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী সুইমিংপুল নির্মাণের বিরুদ্ধে অবস্থান ব্যক্ত করে বলেছেন, নগরীতে আরও অনেক জায়গা রয়েছে। এ মাঠে শিশুরা খেলাাধুলা করে এবং মুক্তিযুদ্ধের বিজয়মেলা অনুষ্ঠিত হয়। মহিউদ্দিন চৌধুরীর পক্ষে রয়েছেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলোর একাংশ। অপরদিকে, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র আ জ ম নাছির উদ্দিনের পক্ষে রয়েছেন আরেকটি অংশ। এ সময় উপস্থিত ছিলেন নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু, সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, সহ-সভাপতি রুমেল বড়ুয়া রাহুল, নাঈম রনি, নোমান চৌধুরী প্রমুখ। হাটহাজারীতে অগ্নিকাণ্ড নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি, ১৬ এপ্রিল ॥ উপজেলার ধলই গ্রামের সফিনগরের হযরত মতিউল্লাহ আহমদীর বাড়িতে শনিবার রাত সাড়ে ১০টার সময় অগ্নিকা-ে চার বসতঘর ভস্মীভূত হয়েছে। হাটহাজারী ফায়ার সার্ভিস দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৭ লাখ টাকা। চুল্লির আগুন থেকে অগ্নিকা-ের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।
×