ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বৈশাখী ঝড়ে কুড়িগ্রামে ঘর-বাড়ি বিধ্বস্ত ॥ নিহত এক

প্রকাশিত: ০৬:৩৮, ১৭ এপ্রিল ২০১৭

বৈশাখী ঝড়ে কুড়িগ্রামে ঘর-বাড়ি বিধ্বস্ত ॥ নিহত এক

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ কালবৈশাখী ঝড়ের তা-বে চিলমারী, রৌমারী ও রাজিবপুর উপজেলার দুই হাজার ঘর-বাড়ি বিধ্বস্ত হয়ে পড়েছে। এ সময় রাজিবপুরে ঘরের ওপর গাছ পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ব্যাপক ক্ষতি হয়েছে ধান, পাট, চিনা বাদাম, পেঁয়াজসহ বিভিন্ন ফসলের। জানা যায়, শনিবার বিকেলে ও রবিবার ভোররাতে জেলার চিলমারী, রৌমারী ও রাজিবপুর উপজেলার ওপর দিয়ে কালবৈশাখীর ঝড় বয়ে যায়। দু’দফা ঝড়ে দুই হাজার ঘর-বাড়ি ও ২শ’ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। রবিবার ভোরে ঝড়ের সময় রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের দিয়ারচর গ্রামের আব্দুস সামাদের থাকার ঘরের ওপর গাছ ভেঙ্গে পড়ে তার স্ত্রী সজি খাতুন (৩৮) নিহত হয়। এ সময় আহত হয় আব্দুস সামাদ। চিলমারী উপজেলার অষ্টমীর চর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু তালেব ফকির জানান, তার এলাকার খামার বাঁশপাতারী, মাইজবাড়ী, খারুভাঁজ, ডাটিয়ারচর, নটারকান্দি, ছালিপাড়া, মুদাফৎকালিকাপুর ও চর মুদাফৎকালিকাপুর এলাকাসমূহে প্রায় এক হাজার টিনের ঘরের চাল উড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবার খোলা আকাশের নিচে অবস্থান করছে। এছাড়াও ঘরের টিন উড়ে দুটি গরুর পেট কেটে মারা যাওয়াসহ মোট ২৫টি গরু ও ২০ জন মানুষ আহত হয়েছে। এর মধ্যে ডাটিয়ার চরের মোন্তাজ আলীর অবস্থা আশঙ্কাজনক। তিনি আরও জানান, তার ইউনিয়নের প্রায় তিন শ’ একর জমির বোরো ধানসহ পেঁয়াজ ও পাটের ক্ষতি হয়েছে। চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম জানান, তার ইউনিয়নে দু’দফা ঝড়ের আঘাতে নয়াবশ, মজারটারী, দক্ষিণওয়ারী, জকরিটারী ও খারুয়ারপাড় এলাকার শতাধিক ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। শিলাবৃষ্টি ও বৃষ্টির পানিতে চাঁচলার বিল, কয়ার বিল, শৈল ধুপড়ির বিল ও মুনগির বিলে পানিবন্দী হয়ে তলিয়ে গেছে বহু একর বোরো ধান।
×